গতকাল রাতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে তাঁর জ্বর এখনও কমেনি। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়, গতকালের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর।
মনমোহন সিং অসুস্থতার খবর পেয়ে টুইট করে তাঁ দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপর সিং পুরীরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মনমোহন সিংকে দেখতে এইমসে যান। মোদী এদিন টুইটে লেখেন, 'আমি ডঃ মনমোহন সিংজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।' হরদীপ সিং পুরী লেখেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির দ্রুত আরোগ্য কামনা করি। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য দিক।'
চলতি বছরের এপ্রিলে কোভিডে আক্রান্ত হয়ে দিল্লি এইমসেই ভর্তি হয়েছিলেন ৮৯ বছর বয়সী মনমোহন সিং। এর আগে গতবছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন দেশের ত্রয়োদশতম প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 2009 মনমোহন সিংয়ের করোনারি বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। এর আগেও ২০০৪ সালে তাঁর হৃদযন্ত্রে স্টেন বসেছিল।