ভোট কুশলী তথা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর বুধবার বিহারের নয়া সরকারকে ছুঁড়ে দিলেন কড়া চ্যালেঞ্জ। স্বাধীনতা দিবসের দিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেছিলেন যে তাঁর সরকার ২০ লাখ কর্মসংস্থার তৈরির চেষ্টা করবে। এই আবহে ১৭ অগস্ট পিকে পালটা চ্যালেঞ্জ দিয়ে বললেন যে বিহারে নবগঠিত 'মহাগঠবন্ধন' সরকার যদি আগামী এক বা দুই বছরের মধ্যে পাঁচ থেকে দশ লক্ষ চাকরি দিতে পারে, তবে আমি 'জন সূরয অভিযান' প্রত্যাহার করব। পাশাপাশি তিনি নীতীশ কুমারকে সমর্থন করবেন বলেও জানান।
সমস্তিপুরে এক জনসভায় নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রশান্ত কিশোর বলেন, ‘নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদে লেগে থাকার জন্য 'ফেভিকল' (আঠার ব্র্যান্ড) ব্যবহার করেন। অন্যান্য দলগুলি তাঁকে ঘিরে ঘুরতে থাকে।’ তিনি আরও দাবি করেন, জেডিইউ-আরজেডি-র জোট সরকারের কাছে জনগণের সমর্থন নেই।
আরও পড়ুন: ভারত বিরোধী ভুয়ো খবর ছড়ানোর দায়ে ৮টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র
উল্লেখ্য, ২০২০ সালে বিধানসভা নির্বাচনী প্রচারে তেজস্বী দাবি করেছিলেন যে তাঁর দল সরকারে এলে ১০ লাখ কর্মসংস্থান দেবে। এই আবহে সরকারে আসার পর ফের একবার আরজেডি নেতা দাবি করেন যে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন। এরপর স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক ধাপ বাড়িয়ে ঘোষণা করেন যে তাঁর সরকার ২০ লাখ কর্মসংস্থান তৈরির চেষ্টা করবে।
আরও পড়ুন: অজিত ডোভালের বাসভবনে নিরাপত্তার গাফিলতির দায়ে ৩ CISF জওয়ানকে বরখাস্ত করা হল
এই আবহে পিকে বলেন, ‘যদি আগামী এক থেকে দুই বছরে পাঁচ থেকে দশ লক্ষ চাকরি দেওয়া হয়, তাহলে আমি আমার জন সূরজ অভিযান প্রত্যাহার করব এবং নীতীশ কুমার সরকারকে সমর্থন করব। আমি বিহারের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছি মাত্র তিন মাস হয়েছে। এরই মধ্যে রাজ্যের রাজনীতি ১৮০ ডিগ্রি বাঁক নিয়েছে। রাজ্য অদূর ভবিষ্যতে আরও রাজনৈতিক উত্থান প্রত্যক্ষ করবে।’