হোলির দিনে কার্যত রক্তের হোলি প্রয়াগরাজে। আল্লাপুর, লক্করমান্ডি, সাহারাবাগ, নবাবগঞ্জে ভয়াবহ খুনোখুনির ঘটনা। বিজেপি নেতা দুর্গেশ চৌহান সহ ৬জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। জর্জটাউনে দুজন যুবককেও খুন হতে হয়েছে। এই ঘটনায় জর্জটাউনের ইনস্পেক্টর সহ ৬জনকে সাসপেন্ড করা হয়েছে।
পৃথক ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। হোলির দিন সাহারাবাগে স্থানীয় বাসিন্দা বেদপ্রকাশ শ্রীবাস্তবের বাড়িতে গিয়েছিল কয়েকজন যুবক। ছেলের প্রণয়ঘটিত ঝামেলার জেরে বেদপ্রকাশকে মই থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তার মৃত্যু হয়। সন্ধ্যায় আল্লাপুরে সঞ্জয় রাজপুত নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। অন্যদিকে বিজেপির খুলদাবাদ সহ সভাপতি দুর্গেশ চৌহানের সঙ্গে তাঁর প্রতিবেশী বিনোদ চৌহানের ঝামেলা ছিল। এদিকে বিনোদকে গুলি করে খুন করা হয়। বিনোদের বোনকেও গুলি করা হয় বলে অভিযোগ। এরপর উত্তেজিত জনতা দুর্গেশকে পিটিয়ে খুন করে। শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জে রাম নরেশ যাদব নামে এক কৃষককে সম্পত্তিগত বিবাদের জেরে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
এদিকে ১৮ই মার্চ হোলির দিন এভাবে একের পর এক খুনের ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ফের প্রশ্নের মুখে। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।