রেকর্ড লাভ করল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড(HAL)। রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রায় ২৬ হাজার কোটি টাকার রেকর্ড লাভ হয়েছে সংস্থার। গত বছরের ২৪,৬২০ কোটির তুলনায় প্রায় ৮% বেশি রেভেনিউ বেড়েছে HAL-এর।
শুক্রবার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ২০২২-২৩ অর্থবর্ষে ২৬,৫০০ কোটি টাকার অপারেশন রেভেনিউ হয়েছে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার HAL-কে এই মাইলস্টোন অর্জনের জন্য অভিনন্দন জানান। টুইটারে HAL-এর পোস্টটি শেয়ার করেন তিনি। এই অবিশ্বাস্য কৃতিত্বের জন্য সম্পূর্ণ টিমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আরও পড়ুন: উত্তর-পূর্বে 'অপারেশনে'র জন্য HAL-এর থেকে ৬৬৭ কোটিতে ছ'টি বিমান কিনল বায়ুসেনা
প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অসাধারণ! আমি HAL-এর পুরো টিমকে তাঁদের অসাধারণ উদ্যোগ এবং আবেগের জন্য প্রশংসা জানাই।’
একটি টুইটে, HAL জানিয়েছে, আগের অর্থবর্ষে প্রায় ২৪,৬২০ কোটি টাকার রেভেনিউ হয়েছে। সেই তুলনায় প্রায় ৮% রেভেনিউ বৃদ্ধি পেয়েছে। সংস্থা লিখেছে, ‘HAL ২০২২-২৩ FY-এ প্রায় ২৬,৫০০ কোটি টাকায়, সর্বকালের সর্বোচ্চ মুনাফা রেজিস্টার করেছে। এটি আগের অর্থবর্ষে ২৪,৬২০ কোটি টাকা ছিল। সংস্থার আয় গত বছরের তুলনায় বছরে ৮%-এর বৃদ্ধি পেয়েছে।’

ফাইল ছবি: টুইটার
(Twitter)HAL-এর চেয়ারম্যান, সি বি অনন্তকৃষ্ণান, সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'ভূ-রাজনৈতিক জলবায়ুর কারণে সরবরাহ শৃঙ্খলে বাধা' থাকা সত্ত্বেও সংস্থা তার লক্ষ্য পূরণ করতে পেরেছে।'
অনন্তকৃষ্ণান জানান, ২০২২-২৩-এ সরবরাহ শৃঙ্খলে সমস্যা হয়েছে। তার পরেও ২০২৩ সালের মার্চের শেষে HAL-এর অর্ডার বুকের অঙ্ক প্রায় ৮২,০০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ২০২২-২৩-এর মধ্যে বিভিন্ন প্রতিরক্ষা খাতের গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৫,০০০ কোটি টাকার পেমেন্ট পেয়েছে HAL। এছাড়াও আগের তুলনায় ক্যাশ ফ্লো বেড়েছে।
২৬,০০০ কোটি টাকার চুক্তির অংশ হিসাবে রয়েছে ৭০টি HTT-40, ৬টি Do-228 এয়ারক্রাফ্ট এবং PSLV লঞ্চ ভেহিকল তৈরির চুক্তি।
LiveMint-এর প্রতিবেদন অনুযায়ী, HAL চলতি অর্থবর্ষে শেয়ার প্রতি ৪০ টাকা করে ইন্টেরিম ডিভিডেন্ড দিয়েছে। শুক্রবার, HAL-এর শেয়ার BSE-তে ১.৩২% বেড়ে ২,৭৪০ টাকায় ক্লোজ হয়েছে। আরও পড়ুন: আত্মনির্ভর ভারত: বিমান ও জাহাজ কিনতে ৯৯০০ কোটির চুক্তি করল প্রতিরক্ষামন্ত্রক
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup