করোনার বিরুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র টিকা। সেই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আবার ভাবাচ্ছে অনেককেই। যেমন অ্যাস্ট্রাজেনেকার কোভিষিল্ড নিলে রক্তে জমাট বাঁধার এক বিরল রোগ দেখা দিচ্ছে। তবে এবার রক্মে জমাট বাঁধা বা থ্রম্বসিসের চিকিত্সা বের করলেন কানাডার একদল গবেষক। কানাডার ওন্টারওতে অবস্থিত ম্যাকমাস্টার প্ল্যাটেলেট ইমিউনলজি ল্যাবেরটরির গবেষকরা জাবি করেছেন যে তাঁরা থ্রম্বোসাইটোপেনিয়ার চিকিত্সার উপায় বের করেছেন।
গবেষকদের পরামর্শ, অ্যান্টি ক্লটিং অষুধ প্রয়োগের পাশাপাশি রোগীর শরীরে যদি ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিনের হাই ডোজ প্রয়োগ করা হয়, তাহলে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। উল্লেখ্য, থ্রম্বোসাইটোপেনিয়া নামক এই বিরল রোগে এখনও পর্যন্ত ২৮ জন আক্রান্ত হয়েছেন কানাডায়। আক্রান্তদের মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন। তারপরই অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়ে সংশয় দেখা দিয়েছিল কানাডায়। এর জেরে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ রাখা হয়েছিল কানাডার ওন্টারিওতে। উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন।
একটা সময়ে ভিআইটিটি নামক এই বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল ওন্টারিওতে। ৮ মে পর্যন্ত ওন্টারিওতে ভিআইটিটি-র হার ০.৯ শতাংশ ছিল। এরপর আগামী চারদিনের মধ্যে ভিআইটিটি-র হার বেড়ে ১.৭ শতাংশ হয়ে যায়। যার জেরে ওন্টারিওতে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ বন্ধ রাখা হয়। এদিকে ব্রিটেনের তথ্য বলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ভিআইটিটি-র ঝুঁকি খুবই কম। তবে তাতে অ্যাস্ট্রেজেনেকার টিকার প্রতি মানুষের ভীতি কমেনি। উল্লেখ্য, এখনও পর্যন্ত কানাডায় অ্যাস্টাজেনেকার ২৮ লক্ষ টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ ভ্যাকসিন গিয়েছে সেরাম ইনস্টটিউটের তরফ থেকে।