বাংলা নিউজ > ঘরে বাইরে > অক্ষরে অক্ষরে মিলল RBI-এর কথা, নভেম্বরে হুহু করে বাড়ল খুচরো মুদ্রাস্ফীতি

অক্ষরে অক্ষরে মিলল RBI-এর কথা, নভেম্বরে হুহু করে বাড়ল খুচরো মুদ্রাস্ফীতি

ফাইল ছবি (HT_PRINT)

যা আশংকা ছিল আরবিআইয়ের, তাই হল, ফের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেল খাদ্যের দাম বাড়ার। 

খাদ্যদ্রব্যের উচ্চমূল্যের কারণে নভেম্বরে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি তিন মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক শীঘ্রই সুদের হার কমাবে না বলেই মনে হচ্ছে। 

বার্ষিক খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে নভেম্বরে ৫.৫৫ শতাংশ হয়েছে, যা এর আগের মাসে ছিল ৪.৮৭ শতাংশ। তবে রয়টার্সের অর্থনীতিবিদদের জরিপে এটি ৫.৭০% পূর্বাভাসের চেয়ে কম ছিল।

খাদ্য মূল্যস্ফীতি, যা সামগ্রিক কনজিউমার বাস্কেটের প্রায় অর্ধেক, নভেম্বরে ৮.৭% ছিল, অক্টোবরে ৬.৬১% থেকে বেড়েছে। অর্থনীতিবিদের মতে, মূল মুদ্রাস্ফীতি, যা অস্থিতিশীল খাদ্য ও জ্বালানি মূল্যকে সরিয়ে হিসেব করা হয়,  তা নভেম্বরে ৪.০৫ থেকে ৪.২%-এর মধ্যে রয়েছে যা অক্টোবরের থেকে কম। ভারত সরকার মূল মুদ্রাস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করে না।

আইসিআরএ-র অদিতি নায়ার বলেন, খাদ্য ও পানীয় দ্রব্যের দাম বাড়ার কারণে এই উত্থান ঘটেছে, অন্য সমস্ত গোষ্ঠীর জন্য অক্টোবরের তুলনায় নভেম্বরে কম বা অপরিবর্তিত মুদ্রাস্ফীতি।

খাদ্যদ্রব্যের উদ্বায়ী মূল্যের কারণে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার উপরে থাকায় এবং বৃদ্ধি শক্তিশালী থাকায় গত সপ্তাহে ব্যাংক টানা পঞ্চম বারের মতো পলিসি রেট অপরিবর্তিত রেখেছিল।

গত বছরের একই সময়ের তুলনায় নভেম্বরে খাদ্যশস্যের দাম ১০.২৭ শতাংশ এবং শাকসবজির দাম ১৭.৭ শতাংশ বেড়েছে, ডালের দাম ২০.২৩ শতাংশ, মশলার দাম ২১.৫৫ শতাংশ এবং ফলের দাম গত বছরের একই সময়ের তুলনায় নভেম্বরে ১০.৯৫ শতাংশ বেড়েছে।

অক্টোবরে খাদ্যশস্যের দাম বেড়েছে ১০.৬৫ শতাংশ, শাকসবজির দাম বেড়েছে ২.৭৯ শতাংশ, ডালের দাম বেড়েছে ১৮.৭৯ শতাংশ, মশলার দাম বেড়েছে ২২.৭৬ শতাংশ এবং ফলের দাম বেড়েছে ৯.৩৪ শতাংশ। প্রসঙ্গত, আরবিআই জানিয়েছে যে নভেম্বরের মতো ডিসেম্বরেও খাদ্য মুদ্রাস্ফীতির হার অত্যন্ত চড়া থাকবে। 

নভেম্বরের মুদ্রাস্ফীতির হার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) উচ্চ সহনশীলতা ব্যান্ডের মধ্যে টানা তৃতীয় মাসে ২-৬% এর মধ্যে ছিল তবে দৃঢ়ভাবে ৪% লক্ষ্যমাত্রার উপরে ছিল। জুলাই মাসে মুদ্রাস্ফীতি ৭ শতাংশের ওপরে ওঠার পর থেকে ভারত মূল্যবৃদ্ধি কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। চাল, গম, চিনি ও পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করা হয়েছে। সরকার বলেছে যে তারা খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেবে বছরের প্রথমার্ধে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.৭ শতাংশ।

পরবর্তী খবর

Latest News

অস্ত্রোপচারের দু'সপ্তাহ পরই ৩৩ বছরের আমলার মৃত্যু, কারণ খুঁজতে শুরু তদন্ত ২০১২ সালে উদ্ধার হয় বোনের কঙ্কাল! নৃশংস সেই হত্যার কথা আজও দিদিকে বলেননি বিজয়েতা আগামিকাল কি কোনও সুখবর আনবে? কালকের কথা আজই জানুন, রইল ২০ সেপ্টেম্বরের রাশিফল কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.