বাংলা নিউজ > ঘরে বাইরে > Second Marriage without Divorce: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে ধর্ষণের সমান: হাইকোর্ট

Second Marriage without Divorce: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে ধর্ষণের সমান: হাইকোর্ট

নারী নির্যাতন আর ধর্ষণের প্রতিবাদ নানা সময় প্রতিবাদে মুখর হয়েছেন মহিলারা। প্রতীকী ফাইল ছবি (ANI Photo)

পুনে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬ ও ৪৯৪ ধারায় মামলা করেছিল। তিনি আবার সেই এফআইআর খারিজ করার জন্য আদালতের আবেদন করেছিলেন।

প্রথম বিয়েতে ডিভোর্স হয়নি। তারপরেও দ্বিতীয় বিয়ে করেছিলেন এক শিক্ষাবিদ। এরপর তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তবে বোম্বে হাইকোর্ট সেই এফআইআর খারিজ করতে চায়নি। বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ, এই ধরনের কাজ শুধু দুজন পত্নী রেখেছেন এমনটাই নয়, এটাকে ধর্ষণের মতো অপরাধও বলা যাবে। এদিকে পুনে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬ ও ৪৯৪ ধারায় মামলা করেছিল। তিনি আবার সেই এফআইআর খারিজ করার জন্য আদালতের আবেদন করেছিলেন।

এফআইআরে বলা হয়েছে, ওই ব্যক্তি ও তিনি যাকে বিয়ে করেছেন দুজনেই শিক্ষাবিদ। ওই মহিলার স্বামী ২০০৬ সালে প্রয়াত হন। তারপর থেকেই তাঁর বাড়িতে যেতেন ওই ব্যক্তি। ওই মহিলার পাশে থাকার জন্য তিনি যেতেন মাঝেমধ্যেই। এরপর তিনি ওই মহিলাকে বোঝান যে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন।

২০১৪ সালে বিয়ে করে তিনি ২০১৬ পর্যন্ত একসঙ্গে ছিলেন ওই দ্বিতীয় মহিলার সঙ্গে। পরে তিনি ওই মহিলাকে ছেড়ে প্রথম স্ত্রীর কাছে ফিরে যান। এরপর ওই দ্বিতীয় মহিলা দাবি করেন ওই ব্যক্তি তাকে মিথ্য়ে কথা বলেছিলেন। বলেছিলেন যে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। এরপর তাঁর সঙ্গে সহবাস করতেন। কিন্তু তিনি আদৌ ডিভোর্স দেননি। মিথ্য়ে কথা বলে সহবাস করতেন।

আদালত জানিয়েছে, শুধু মিথ্য়ে প্রতিশ্রুতি দিয়েই নয়, প্রথম বিয়ে থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আর প্রথম বিয়ে বজায় থাকা সত্ত্বেও ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করাটা ধর্ষণের ধারার মধ্যে পড়বে।

 

 

বন্ধ করুন