ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ১৮০৩০ শালিমার-লোকমন্যতিলক এক্সপ্রেসে। মহারাষ্ট্রের মাসিক রোড স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ পার্সেল ভ্যানে আগুন লাগে। তবে এই অগ্নিকাণ্ডে যাত্রীরা অক্ষত রয়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভানো হয়েছে এবং পার্সেল ভ্যানটিকে নাসিক রোড স্টেশনে অন্যান্য কোচ থেকে আলাদা করা হয়।
মুম্বইয়ের লোকমণ্য়তিলক স্টেশনের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। নাসিকের কাছেই নাসিক রোড রেলওয়ে স্টেশনে হঠাৎ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। জানা যায়, সকাল সকাল অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন। যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। যেই কোচে আগুন লাগে, সেটিকে বাকি ট্রেনের থেকে আলাদা করা হয়।
ঘটনা প্রসঙ্গে মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি এম সুতার বলেন, ‘শালিমার-লোকমণ্যতিলক এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ঠিক পিছনে থাকা পার্সেল ভ্যানে আগুন লেগে গিয়েছিল। বর্তমানে ট্রেন থেকে ওই কামরাটিকে আলাদা করা হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’