৮৫ বছর বয়সী মা। তাঁকে একেবারে স্ট্রেচারে চাপিয়ে তাজমহল দর্শনে নিয়ে আসেন ছেলে। মায়ের ইচ্ছাপূরণের জন্য তিনি স্ট্রেচারে চাপিয়ে আগ্রাতে মাকে নিয়ে এসেছিলেন। সোশ্য়াল মিডিয়ায় স্ট্রেচারে শুয়ে থাকা সেই মায়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
ইব্রাহিম নামে ওই ব্যক্তির মা ছেলেকে বলেছিলেন, আমি তাজমহল দেখতে যেতে চাই। এদিকে পিঠের সমস্যার জেরে তিনি দীর্ঘ ৩২ বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তবে মায়ের ইচ্ছা পূরণের জন্য় থেমে থাকেননি ছেলে। তিনি একেবারে ট্রেনে কচ্ছ থেকে মাকে নিয়ে আগ্রায় নিয়ে আসেন।
এদিকে প্রথমদিকে স্ট্রেচারে চাপিয়ে কাউকে তাজের ভেতরে নিয়ে যেতে অনুমতি দেওয়া হয়নি। তারপরে অবশ্য হুইল চেয়ারে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তাজের অভ্যন্তরে। এদিকে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে লেখা হয়েছে. ৮৫ বছরের মার ইচ্ছা ছিল তাজমহল দেখতে যাব। ছেলে গুজরাট থেকে মাকে নিয়ে আগ্রা চলে এসেছেন। এই স্ট্রেচারে যিনি শুয়ে রয়েছেন তিনিই মা।
তাজমহলের সামনে সেই বৃদ্ধার মায়ের ছবি দেখে আবেগে ভেসেছেন অনেকেই। ইব্রাহিমকে দেখে অনেকেরই শ্রবণ কুমারের কথা মনে পড়েছে। যে শ্রবণ কুমার তাঁর বাবা মাকে নিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেরই চোখ ভিজে গিয়েছে। মায়ের ইচ্ছাপূরণের জন্য় ছেলের এই কাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই. তাঁদের মতে, এভাবে প্রতি ছেলের উচিত মায়ের ইচ্ছা পূরণ করা। যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন সেই ছেলের উচিত মায়ের পাশে শেষ দিন পর্যন্ত থাকা।
অন্যদিকে মায়ের এই ইচ্ছাকেও কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
তাজমহল হল বিশ্বের অন্য়তম সেরা সৌধ। কিন্তু অনেকেই নানা কারণে এই তাজমহল দেখতে যেতে পারেন না। সুযোগ অর্থ, শারীরিক অক্ষমতা বহু ক্ষেত্রে তাজ দর্শনে অন্তরায় হয়ে দাঁড়ায়। হয়তো ইব্রাহিমের মায়েরও কোনওদিন তাদ দেখা হতনা। কিন্তু তাঁর ইব্রাহিমের মতো সন্তান রয়েছে। যিনি মায়ের ইচ্ছা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। অনেকেই প্রশংসা করেছেন তাঁর এই উদ্যোগকে।