বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court on Liquor Ban in India: বিহার-গুজরাটের মতো এবার গোটা দেশে নিষিদ্ধ হবে মদ? কী জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court on Liquor Ban in India: বিহার-গুজরাটের মতো এবার গোটা দেশে নিষিদ্ধ হবে মদ? কী জানাল সুপ্রিম কোর্ট

পশ্চিম ভারতে গুজরাট এবং পূর্ব ভারতে বিহার রাজ্যে নিষিদ্ধ মদ। এবার দেশজুড়ে মদ নিষিদ্ধ করতে নীতি তৈরির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি হিমা কোহলি এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই মামলার আবেদন উত্থাপিত হয়। যদিও সুপ্রিম কোর্টের তরফে এই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়। 

অন্য গ্যালারিগুলি