পশ্চিম ভারতে গুজরাট এবং পূর্ব ভারতে বিহার রাজ্যে নিষিদ্ধ মদ। এবার দেশজুড়ে মদ নিষিদ্ধ করতে নীতি তৈরির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি হিমা কোহলি এবং এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই মামলার আবেদন উত্থাপিত হয়। যদিও সুপ্রিম কোর্টের তরফে এই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়।
1/4সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই আবেদন খারিজ করে বলে, ‘এটি একটি ফেডারেল ইস্যু। রাজ্যগুলিরও নিজস্ব মদ নীতি থাকতে পারে। এবং সর্বোপরি, আমরা কেন্দ্র বা রাজ্যগুলিকে একটি আইন বা নীতি নিয়ে আসতে বলব না।’
2/4শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়, ‘মদ বিক্রির থেকে রাজস্ব আদায় হয়ে থাকে। যদি মদ বিক্রি নিষিদ্ধ করা হয়, তাহলে সেই রাজস্ব বন্ধ হয়ে যাবে। এই রাজস্ব বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হয়। এই আবেদন অনুযায়ী যদি সরকারকে একটি নীতি নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়, তাহলে তা বিঘ্নিত হবে। এই বিষয়টা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।’
3/4দেশ জুড়ে মদ নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিশাখাপট্টনমের দুই বাসিন্তা জনস্বার্থ মামলা করেছিলেন শীর্ষ আদালতে। আবেদনকারীদের প্রতিনিধিত্ব করা আইনজীবী অ্যাডভোকেট প্রণব সচদেবা অভিযোগ করেন যে মদের প্রভাব ধ্বংসাত্মক। বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষ এতে বেশি প্রভাবিত হন। এই কারণে এই সংক্রান্ত জাতীয় নীতির বিষয়ে কেন্দ্রের কাছ থেকে মতামত জানতে চাওয়া উচিত। (HT File Photo)
4/4এই বিষয়ে সুপ্রিম কোর্ট বলে, ‘কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বিষয়ে খোঁজ নিয়ে আমরা কী করব? আমরা কি তাদের এই সংক্রান্ত কোনও আইন বা নীতি প্রণয়ন করতে বলতে পারি? স্পষ্টতই, আমরা তা করতে পারি না। এই ধরনের বিষয়গুলি আদালতের জন্য নয়। কারণ এগুলি সম্পূর্ণ ভিন্ন। আপনি যা চান তা করতে পারেন। আমরা এই বিষয়টিকে স্পর্শ করব না।’