তেলাঙ্গানা বিজেপির সভাপতি বান্দি সঞ্জয় কুমার এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে আক্রমণ শানিয়ে সেরাজ্যের সব মসজিদে খনন কাজ চালানোর হুঁশিয়ারি দিলেন। বিজেপি নেতার বক্তব্য, যদি একটিও মসজিদে শিবলিঙ্গ পাওয়া যায়, তবে মুসলমানদের মসজিদগুলি হিন্দুদের কাছে হস্তান্তর করতে হবে এবং যদি মৃতদেহ পাওয়া যায়, মুসলমানরা সেগুলি নিয়ে নিতে পারে। জ্ঞানবাপী মসজিদ নিয়ে ওয়াইসির বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতেই এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বান্দি সঞ্জয়।
এদিকে এদিন বান্দি সঞ্জয় আরও হুঁশিয়ারি দেন, বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতায় এলে উর্দু ভাষা নিষিদ্ধ ঘোষণা করা হবে, মুসলিমদের জন্য সংরক্ষণ বন্ধ করা হবে এবং লাভ জিহাদ বন্ধ করা হবে। করিমনগরে হিন্দু একতা যাত্রার সময় এই সব মন্তব্য করেছিলেন তেলাঙ্গানা রাজ্য বিজেপির সভাপতি। বিজেপি নেতা বলেন, ‘লাভ জিহাদের নামে আমার বোনদের ফাঁদে ফেলে প্রতারিত করা হলে আমরা কি চুপ থাকব? গরিবদের ধর্ম পরিবর্তন করা হলে হিন্দু সমাজ সহ্য করবে না। বান্দি সঞ্জয় তা সহ্য করবে না। লাভ জিহাদের সঙ্গে যুক্তরা যাতে লাঠির স্বাদ পায় আমরা তা নিশ্চিত করব। যারা ধর্মান্তরিত করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘রামরাজ্য এলে (বিজেপি ক্ষমতায় এলে) আমরা উর্দু ভাষা সম্পূর্ণ নিষিদ্ধ করব। দেশে যেখানেই বোমা বিস্ফোরণ ঘটুক না কেন, এর মূলে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে...আমাদের উচিত তাদের চিহ্নিত করা।’