আইনসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদের অধিবেশনের তৃতীয় দিনে মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তাঁর প্রশ্ন, ২০১৪ সালে মহিলা সংরক্ষণ বিল আনা হল না কেন? কেন লোকসভা ভোটের ঠিক আগে এই বিল আনা হচ্ছে। তিনি সংরক্ষণের সীমা ৩৩ থেকে ৪০ শতাংশ বাড়ানোর দাবিও করেন।
এদিন বিল প্রসঙ্গে বলতে গিয়ে কাকলি ঘোষদস্তিদার বলেন, 'এই বিল ভোটের আগে রাজনৈতির গিমিক ছাড়া আর কিছু না...।' তিনি বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই মহিলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। পারলে তাঁর মতো ৪০ শতাংশ মহিলা সংরক্ষণ করে দেখান। ১৬টি রাজ্যে ক্ষমতায় থাকলেও কোথাও বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী নেই। আমাদের রাজ্য স্বাস্থ্য থেকে নারী কল্যাণ ও শিল্প, দফতরগুলি আছে মহিলাদের হাতেই। ' সাংসদের দাবি গোটা দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত বাংলার মহিলারা।' এদিন তিনি যখন বক্তব্য রাখছিলেন তাঁর ঠিক পাশে বসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বক্তব্যে ব্রিজভূষণ প্রসঙ্গ
এদিন সাংসদের বক্তব্যে উঠে আসে বিজেপি নেতা ব্রিজভূষণ প্রসঙ্গ। তিনি জানাতে চান, মহিলা কুস্তিগিরদের সম্মানহনির অভিযোগের পরও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? তিনি এখনও সংসদে বসে রয়েছেন কী করে? প্রসঙ্গত, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌননিগ্রহ থেকে শ্লীলতাহানি, হুমকির অভিযোগ করেন অলিম্পিক্সে পদক জয়ী মহিলা কুস্তিগীররা। তাঁরা দিল্লিতে এক টানা ধর্নাও দেন।
(পড়তে পারেন। ডাক্তারিতে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সংরক্ষণ! মমতাকে গোল দিল মধ্য়প্রদেশ)
‘ইসরোর মহিলা বিজ্ঞানীদের বেতন বন্ধ কেন?’
মহিলা বিল নিয়ে বলার মাঝেই তিনি প্রশ্ন তোলেন, খড়গপুরের মহিলা গবেষকরা কেন বেতন পাচ্ছেন না? ইসরোর মহিলা বিজ্ঞানীদের বেতন বন্ধ কেন?
তবে ইসরোর মহিলা বিজ্ঞানীদের বেতন বন্ধ প্রসঙ্গে কাকলি দাবি সঠিক নয় বলে জানান মন্ত্রী কিরেণ রিজজু। তিনি বলেন, ইসরোর মহিলা বিজ্ঞানীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এই অভিযোগ সত্য নয়।'
শিক্ষা, স্বাস্থ্যে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দের দাবি জানান কাকলি দস্তিদার। সাংসদ তাঁর বক্তব্যে উন্নাও হাথরাস প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, 'সরকারের উচিত, আগে মহিলাদের সম্মান প্রদান করা। তার পর বিল আনা।'