বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura TMC: রাজীবকে সামনে রেখে ত্রিপুরায় ভোটযুদ্ধে নামছে তৃণমূল

Tripura TMC: রাজীবকে সামনে রেখে ত্রিপুরায় ভোটযুদ্ধে নামছে তৃণমূল

তৃণমূল রাজ্য সভাপতি সুবল ভৌমিকের সঙ্গে রাজীব

তৃণমূলের এই রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি, ১৮ জন তফসিলি উপজাতি ও ৩২ জন ওবিসি গোষ্ঠীভুক্ত প্রতিনিধি রয়েছেন। ১৪ জন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।

‌রাজীব বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ত্রিপুরায় নতুন করে রাজ্য কমিটি সাজাল তৃণমূল। আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোট। সেই লক্ষ্যেই এখন থেকে সংগঠনকে মজবুত করতে চলেছে ঘাসফুল শিবির। ত্রিপুরার বুকে আগামী বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করাই তৃণমূলের লক্ষ্য।

তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ইনচার্জ করা হয়েছে। রাজ্যে গত বিধানসভা ভোটের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে ত্রিপুরার দায়িত্বে পাঠানো হয়। সেই রাজীবকেই ত্রিপুরায় ইনচার্জ করে রাখা হল। পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি করা হল প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। ৬ জনের কোর কমিটি গঠন করা হয়েছে। সুবল ভৌমিক ছাড়াও ত্রিপুরায় তৃণমূলের ওই কোর কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশিস দাস, আশিসলাল সিং, ভৃগুরাম রিয়াং ও মামন খান। ১৩২ জনের যে রাজ্য কমিটি রয়েছে তাতে ৮ জন সহ সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সম্পাদক ও ৭২ জম কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

তৃণমূলের এই রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি, ১৮ জন তফসিলি উপজাতি ও ৩২ জন ওবিসি গোষ্ঠীভুক্ত প্রতিনিধি রয়েছেন। ১৪ জন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন। একইসঙ্গে তৃণমূলের যুব কমিটিও ঘোষণা করা হয়েছে। যুব কমিটির নেতৃত্বে রয়েছেন শান্তনু সাহা। পাশাপাশি দলের মহিলা সংগঠনের নেতৃত্বে রয়েছেন পান্না দেব। উল্লেখ্য, ত্রিপুরায় গত পুরভোটে প্রথমবার ভোটে লড়াই করে তৃণমূল কোনও পুরসভা দখল করতে না পারলেও বেশি কিছুটা ভোট পেয়েছে। এবার আসন্ন বিধানসভা ভোটে যাতে দল ভাল ফল করে, সেই লক্ষ্যেই ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির।

পরবর্তী খবর

Latest News

কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক ব্যাঙ্ক অফিসারের স্ত্রীকে ধর্ষণ, গোপনাঙ্গে ঢোকানো হল গ্লাস, ধৃত সেনা জওয়ান হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী রোহিতের টেকনিকে গলদ ছিল, তেমন পরিশ্রমও করত না, বিস্ফোরক প্রাক্তন কোচ আজও ভাসবে কলকাতা, ভারী বৃষ্টি ৬ জেলায়, জানুন আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস ডি'ককের ঝড়, হোপদের প্রথম হার! ওয়ারিয়র্সদের শীর্ষস্থান থেকে নামিয়ে একে রয়্যালস প্রমাণ নষ্টের অভিযোগ CBI প্রমাণ করতে পারলে আমি তার দায় নেব, বলেছিলেন বিনীত গোয়েল ১০০ শতাংশ ফিট না হলে মাঠে ফিরব না, কামব্যাক নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন শামি RG Kar নিয়ে শনিবারে ‘সাধুবাদ’ মমতাকে! রবিতে ডাক্তার না প্রশাসন কার পক্ষে পরমব্রত বৃষ্টির জন্য রাত দখল-এ কম জমায়েত, বৈঠক ভেস্তে যাওয়ার কারণ নিয়ে তুঙ্গে জল্পনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.