বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura heatwave: তাপপ্রবাহের কবলে ত্রিপুরা, ২৭ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল সরকার

Tripura heatwave: তাপপ্রবাহের কবলে ত্রিপুরা, ২৭ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল সরকার

তাপপ্রবাহের কবলে ত্রিপুরা, ২৭ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (AFP)

শিক্ষা বিভাগের অধীনে সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, ত্রিপুরার টিটিএএডিসি’র অধীনে স্কুল এবং বেসরকারিভাবে পরিচালিত স্কুলগুলি ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তিতে শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এমসি শর্মা সাক্ষর রয়েছে। 

গ্রীষ্মের দহনে হাঁসফাঁস অবস্থা ত্রিপুরাবাসীর। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে রাজ্যের একাধিক জায়গায়। তারইমধ্যে তাপপ্রবাহ আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যটির একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। তীব্র গরমে কার্যত ওষ্ঠাগত প্রাণ। এই পরিস্থিতিতে আজ বুধবার থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্যের শিক্ষা দফতর। এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে, জেলা শিক্ষা আধিকারিকদের স্কুলগুলিকে নির্দেশিকা পাঠিয়ে দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন: পারদ চড়বে আরও ৪ ডিগ্রি, তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি ৪ জেলায়

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বিভাগের অধীনে সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, ত্রিপুরার টিটিএএডিসি’র অধীনে স্কুল এবং বেসরকারিভাবে পরিচালিত স্কুলগুলি ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তিতে শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এমসি শর্মার সাক্ষর রয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে তীব্র গরম পড়েছে ত্রিপুরা জুড়ে। তার ওপর আদ্রতাজনিত আবহাওয়া থাকায় তীব্র অস্বস্তিতে পড়েছেন রাজ্যবাসী। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আরও কয়েকদিন রাজ্যটিতে এরকম অবস্থা থাকবে।

এই গরমে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। তাছাড়া, সমস্ত জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এনিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক সচেতনতা চালানোর পাশাপাশি সাধারণ মানুষকে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য আপডেট করতে বলা হয়েছে। নিরাপদ পানীয় জল সরবরাহের ব্যবস্থা, বিভিন্ন স্থানে ছায়ার ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য প্রতিটি জেলাকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, তাপমাত্রা বাড়তেই বিদ্যুতের চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে। এই অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জেলা প্রশাসনগুলিকে জরুরি পরিষেবার জন্য কেন্দ্রগুলিকে সক্রিয় রাখা, কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরার আগরতলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আবহাওয়া দফতর, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গ ও ওড়িশার কিছু অংশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এছাড়াও, আগামী ৫ দিন তামিলনাড়ু, কর্ণাটকের কিছু অংশ, সিকিম, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা, পশ্চিম উত্তর প্রদেশ এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। 

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.