বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian students died in a US: লেকের জলে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি, আমেরিকায় মৃত ২ ভারতীয় পড়ুয়া

Indian students died in a US: লেকের জলে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি, আমেরিকায় মৃত ২ ভারতীয় পড়ুয়া

মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত পড়ুয়া।

আমেরিকার সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তরের ছাত্র শিবা ও উতেজ। তেলাঙ্গানার সরকারের তরফে মন্ত্রী কেটি রামা রাও জানিয়েছেন, তিনি বেদানহত দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তাঁর টিমকে নির্দেশ দিয়েছেন। যাতে পরিবারের কাছে খুব শিগগিরিই ওই দুই পড়ুয়ার মৃতদেহ চলে আসে তার জন্য তেলাঙ্গানা সরকার যোগাযোগ করছে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে।

'থ্যাঙ্কস গিভিং' উইকেন্ডে মর্মান্তিক মৃত্যুর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মিসৌরির লেক অফ ওজার্কসে জলে ডুবে মৃত্যু হয়েছে ২ ভারতীয় পড়ুয়ার। জানা গিয়েছে মৃত দুই ভারতীয় পড়ুয়া তেলাঙ্গানার বাসিন্দা। ২৪ বছর বয়সী উতেজ কুন্থা, ও ২৫ বছর বয়সী শিবা কেলালগিরির মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে আমেরিকার সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তরের ছাত্র শিবা ও উতেজ। তেলাঙ্গানার সরকারের তরফে মন্ত্রী কেটি রামা রাও জানিয়েছেন, তিনি বেদানহত দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তাঁর টিমকে নির্দেশ দিয়েছেন। যাতে পরিবারের কাছে খুব শিগগিরিই ওই দুই পড়ুয়ার মৃতদেহ চলে আসে তার জন্য তেলাঙ্গানা সরকার যোগাযোগ করছে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে। জানা গিয়েছে, মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে শনিবার। সেদিন, কুন্তা গিয়েছিলেন সাঁতার কাটতে। এরপর তাঁকে আর দেখা যায়নি। তাঁর বন্ধু কেল্লাগিরি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন। যাতে বন্ধুকে বাঁচানো যায়। কুন্তার দেহ ঘটনার পর ২ ঘণ্টা বাদে ভেসে ওঠে। তারপর কেল্লাগিরির দেহও উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, মৃতরা জুজনেই থাকছিলেন একটি এরবিএনবিতে। সেখান থেকে তাঁরা ওই দুজনকে রক্ষা করতে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনকে ফোন করেন। তবে সকলে আসার পর দেখা যায়, ততক্ষণে সব কিছু শেষ।

রামোজি গোষ্ঠীর 'মরগদ রাশি' চিটফান্ড নিয়ে কোমর কষছে জগন সরকার! পৌঁছল শোকজ নোটিস

এদিকে, আরও একটি বিচ্ছিন্ন ঘটনায় কানাডায় এক ভারতীয় পড়ুয়ার পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার নাম কার্তিক সাইনি। জানা গিয়েছে হরিয়ানার কারনালের বাসিন্দা কার্তিক। গত বছরের অগস্টেই কানাডায় পড়াশোনার জন্য গিয়েছিল কার্তিক। তিনি ট্রাকের ধাক্কায় পিষ্ট য়ে মারা গিয়েছেন বলে খবর।

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন