ইউক্রেনের বুচা শহরে গণহত্যার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এরই মাঝে নিজেদের সৈন্যদের হত্যা করার অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে রাশিয়ান ট্যাঙ্কগুলি একে অপরকে বোমা মারছে। এছাড়া রুশ সেনারাও নিজেদের সৈন্যদের হাতে গুলিবিদ্ধ হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিয়োটি প্রকাশ করে ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। ইউক্রেনের একটি নজরদারি ড্রোন এই ভিডিয়ো রেকর্ড করেছে বলে দাবি করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে রাশিয়ান ট্যাঙ্কগুলি কিয়েভ শহরের দিমিত্রিভকা গ্রামের কাছে একে অপরকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছে।
ইউক্রেনের মতে, ভিডিয়োতে দেখা যাচ্ছে যে রুশ ট্যাঙ্কগুলি তাদের নিজস্ব সৈন্যদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে। ইউক্রেনের দাবি, রুশ সেনারা যখন ইউক্রেনের রাজধানী ছেড়ে ফিরে যাচ্ছিল তখন এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ঘটনার ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাশিয়ার ট্যাঙ্কের গায়ে 'ভি' (V) লেখা, যা রাশিয়ান সৈন্যদের ট্যাঙ্কের ওপর লেখা থাকে। ভিডিয়োতে একদল রাশিয়ান ট্যাঙ্ককে গ্রাম ছেড়ে যেতে দেখা যাচ্ছে। এদিকে ভিডিয়োতে দেখা যায়, একটি ‘ভি’ চিহ্নিত ট্যাঙ্ক ভি চিহ্ন বিশিষ্ট আরেকটি ট্যাঙ্ককে বোমা মেরে তা ধ্বংস করে দেয়। আরও দেখা যায়, খুব কাছ থেকে রুশ সেনাকে লক্ষ্য করে বোমা ছুড়ছে ‘ভি’ চিহ্নিত ট্যাঙ্ক।
এছাড়া ভিডিয়োতে রাশিয়ান সৈন্যদের একে অপরের দিকে গুলি ছুড়তেও দেখা যায়। তাৎপর্যপূর্ণভাবে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে রুশ সেনাবাহিনীর প্রচুর ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। বিপুল সংখ্যক রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলেও দাবি তাদের। এরই মাঝে ইউক্রেন একাধিকবার দাবি করেছে যে রুশ সৈনিকদের মনোবল ভেঙে পড়েছে ইউক্রেনে যুদ্ধ করতে এসে। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ ইউক্রেনের। যদিও ক্রেমলিনের তরফে এই ভিডিয়ো প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি।