HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদী, অমিত শাহ চুপ কেন? বাংলা, বিহারের হিংসা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার MP

মোদী, অমিত শাহ চুপ কেন? বাংলা, বিহারের হিংসা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার MP

সূত্রের খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সেই রাজ্য়ের রাজ্যপালের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(ANI Photo)

বাংলায় নতুন করে হিংসার আগুন। রিষড়ার রাস্তায় একের পর এক হিংসার ঘটনা। অন্যদিকে বিহারের সাসারাম সহ বিভিন্ন জায়গায় হিংসার আগুন জ্বলেছে।এবার এনিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তিনি প্রশ্ন তুলেছেন এই সময় মোদী, অমিত শাহ নীরব কেন?

কপিল সিব্বল এদিন আবেদন করেছেন, বাংলা ও বিহারে এই হিংসা বন্ধ হোক। ঘৃণার বীজ যাতে বপন করা না হয় তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। তিনি জানিয়েছেন এই সব ঘটনায় অতি সাধারণ মানুষ বলি হন। এসব বন্ধ হোক।

তিনি বলেন, আমি চাই যেন প্রধানমন্ত্রী এনিয়ে কথা বলেন। আমি চাই অমিত শাহ যেন এনিয়ে কথা বলেন ও ঘটনার নিন্দা করেন। কিন্তু এত হিংসার মাঝেও তাঁরা কোনো কথা বলছেন না। তাঁরা একেবারে চুপ করে রয়েছেন।

তিনি বলেন, সকলকে আমার আন্তরিক আবেদন এটা একটা কোনও দলের ঘটনা নয়। এই পাগলামোর জন্য যারা দায়ী। এই পরিবেশ থেকে দেশের বেরিয়ে আসা দরকার। ২০২৪টি যেন এর কারণ না হয়। আইনের শাসন প্রয়োগ করা হোক। জানিয়েছেন কপিল সিব্বল।

তবে সূত্রের খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সেই রাজ্য়ের রাজ্যপালের সঙ্গে কথা বলেন।

অন্যদিকে সূত্রের খবর, বাংলার ঘটনা নিয়েও তিনি বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন বলে খবর।

তবে কপিল সিব্বলের দাবি এটাই যথেষ্ট নয়। এদিকে পুলিশ বিহারের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৫জনকে গ্রেফতার করেছে। সেখানে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বিহারে নতুন করে হিংসা ছড়িয়েছে। বিহারের নালন্দা জেলায় ও রোহতাস জেলার সাসারাম শহরে এই হিংসার ঘটনা হয়েছে। অন্তত ১০ জন জখম হয়েছেন এই ঘটনায়। শনিবার সন্ধ্যায় দুজন পুলিশও জখম হয়েছেন হিংসার ঘটনায়। পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নাবালকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে থমথমে হয়ে রয়েছে এলাকা।

নালন্দা থেকে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আগেই হিংসার ঘটনা হয়েছিল। তারপরের দিন লাহেরি থানা এলাকায় বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। তারা প্রকাশ্য রাস্তায় নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এর জেরে চারজন জখম হয়েছে।

বাংলার কাজিপাড়াতেও হিংসা ছড়িয়েছিল।

কপিল সিব্বল এর আগে কংগ্রেস জমানায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তবে গত বছর মে মাসে তিনি কংগ্রেস ত্যাগ করেন। তাঁর অবস্থান নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে পরে সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল সদস্য হিসাবে রাজ্যসভায় যান।

 

ঘরে বাইরে খবর

Latest News

'বিদেশে খেলোয়াড় তৈরি হওয়ার সময় রাষ্ট্র পাশে থাকে, আর এদেশে?' প্রশ্ন তুলল দাবাড় রাজ্যপাল ২ বার ‘মলেস্ট’ করেছেন, মেয়েটার কান্না আমার হৃদয় ভেঙে দিয়েছে, তোপ মমতার ‘‌এখানের সাংসদ তাঁতশিল্প নিয়ে উদ্যোগ দেখায়নি’‌, কড়া ভাষায় আক্রমণ করলেন মুকুটমণি তৃণমূলে পদহারা কুণাল ঘোষের বিরুদ্ধে মুখ খুলে বোমা ফাটালেন পার্থ চট্টোপাধ্যায় ব্রিজভূষণের ছেলেকে প্রার্থী করল BJP, সমালোচনায় সরব প্রতিবাদী সাক্ষী মালিক আরও কড়া পুরসভা, বাড়ি নির্মাণের ক্ষেত্রে কার্যকর নয়া নিয়ম, মোটা জরিমানার বিধান কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক বার্ষিক আপডেটে কপাল পুড়ল রোহিতদের, ভারতকে টপকে টেস্টের এক নম্বর এখন অস্ট্রেলিয়া NIAএর বিরুদ্ধে দায়ের মামলার তদন্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট রিঙ্কুকে দেখতে পেয়েই ডেকে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভাঙানোর চেষ্টা?

Latest IPL News

কিছু ভাবছিলামই না, শেষ ওভারের প্ল্যান নিয়ে অকপট ভুবি, হতভম্ব কার্তিক রিঙ্কুকে দেখতে পেয়েই ডেকে নিয়ে গিয়ে কথা বললেন রোহিত, অভিমান ভাঙানোর চেষ্টা? ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! TRP তালিকায় চমক কথার, জগদ্ধাত্রী হেরে গেল? স্কাই এমন কি করলেন যে মুচকি হেসে ফেললেন নারিন! ভাইরাল দুই তারকার ভিডিয়ো রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই? কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা ICC-র নিয়মে যে কত বড় ফাঁক আছে, চোখে আঙুল দিয়ে দেখাল IPL-র DRS! হতে পারত বিতর্ক ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.