গুরুগ্রামে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সেখানে এক মহিলা অভিযোগ তুলেছেন, এলাকার সেক্টর ৫০ এর এক হোটেলে তাঁকে এক ব্যক্তি ধর্ষণ করেছেন। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল একটি ডেটিং অ্যাপের মারফৎ।
অভিযোগে বলা হচ্ছে, ওই মহিলাকে ডেটিং অ্যাপের দ্বারা ব্যক্তি আমন্ত্রণ করেছিলেন। সেই ঘটনা জুন মাসের ২৯ তারিখের। মহিলার অভিযোগ, হোটেলে প্রবেশ করতেই তাঁকে দু'জন ব্যক্তি খাবার খেতে দিয়েছিলেন। তখনই তিনি চেতনা হারান বলে দাবি করেন মহিলা। মহিলা তাঁর অভিযোগে বলছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি ওই ব্যক্তিরা তাঁকে ধর্ষণ করেন। মহিলার অভিযোগ, ঘটনায় অন্যতম ধর্ষক ছিল সেই ব্যক্তি, যার সঙ্গে মহিলার আলাপ হয়েছিল ডেটিং অ্যাপের মাধ্যমে। এদিকে, মহিলা বলছেন, ‘আমি যখন জ্ঞান ফিরে পাই, তখন আমি প্রতিবাদ করি। তবে তারা তখন হুমকি দিতে থাকে ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার। কোনও মতে আমি বাড়ি ফিরেছি। আর এখন পুলিশ স্টেশনে আসতে পেরেছি।’ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। সেক্টর ৫০ পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সাপেক্ষে শুরু হয়েছে তদন্ত।
( আরও পড়ুন অন্যান্য খবর- Shuvalay Majumdar: কানাডার রাজনীতিতে ভোট যুদ্ধে দাপুটে জয় বাঙালি বাড়ির সন্তান শুভালয়ের! নির্বাচিত হলেন সাংসদ)
( No Confidence Motion: অনাস্থা প্রস্তাব কী? অতীতে কতবার এনেছেন বিরোধীরা, ক'বার পড়েছে সরকার)
উল্লেখ্য, একাধিক ঘটনার জেরে বারবার খবরের শিরোনামে আসছে গুরুগ্রাম। সেখানে সদ্য হাতোড়া গ্যাংয়ের কীর্তি ভাইরাল হয়েছে। এই গ্যাং মূলত হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। তাদের মাস্টারমাইন্ডকে সদ্য গ্রেফতার করেছে পুলিশ। আগেই তাদের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল সরকার। এরপর ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় ৪ জন আরও নামজাদা অভিযুক্ত গ্রেফতার হওয়া বাকি। গুরুগ্রামে বেড়ে চলা এই অপরাধের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এই গ্যাংয়ের কাছে লাঠি, রড, হাতুড়ি, কুড়ুল থাকে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনায় ১৭ জন অভিযুক্তকে কাঠগড়ায় রাখা হয়েছে। আপাতত একটি হত্যার ঘটনা ঘিরে এই গ্যাংয়ের সদস্যদের ছবি ভিডিয়োয় প্রকাশ্যে আসায়, তার হাত ধরে গ্রেফতারি চালায় পুলিশ।