গোটা দেশ আজ পালন করছে শিশু দিবস। বলি তারকাদের ছোটবেলার সাথে পরিচয় সেরে নিন ঝটপট।
1/7আপাতত খবরে রয়েছেন ভিকি। তাই তাঁর ছবি দিয়েই শুরুটা করা যাক। অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের ছেলে ভিকি। ‘মাসান’ দিয়ে শুরু করেছিলেন বলিউডের জার্নি। সাদা শার্ট আর প্যান্টে ভিকির এই ছবি কি ক্যাট দেখেছেন?
2/7বলিপাড়ার হিরোদের মধ্যে তিনিও কিন্তু সেনসেশন। ছোটবেলায় নাম ছিল নিশান্ত খুরানা। বাবা জ্যোতিষবীদ। ছেলের বয়স যখন তিন বছর তখন নিউমরোলজির হিসেবে ছেলের নাম পরিবর্তন করেন তিনি। ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে পথ চলা শুরু আয়ুষ্মানের।
3/7চশনা পরা এই গোলগাল মেয়েটিই আজকের হট বেব ডায়ানা পেন্টি। শিশু দিবস উপলক্ষে এই ছবি শেয়ার করেছেন ‘ককটেল’ অভিনেত্রী। লিখেছেন ওয়ান ওয়ে টিকিট নিয়ে ফিরে যেতে চান নব্বইয়ের দশকে।
4/7শিশু দিবসে নিজের একটা পুরনো ছবি শেয়ার করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। জানিয়েছেন খুব ছোটবেলা থেকেই অর্থ উপার্জন করা শুরু করেছিলেন তিনি। সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি ভিডিয়ো ক্যাসেট ডেলিভারি করতেন তিনি।
5/7রণবীর সিং-র ছোটবেলার ছবি। পোশাক আর স্টাইল নিয়ে তখন থেকেই সচেতন দীপিকা পাড়ুকোনের স্বামী।
6/7ভিকি কৌশলের ছোটবেলার ছবি দেখলেন আর ক্যাটরিনা কাইফের ছবি বাদ দিলে চলে। দুই তারকাই কিন্তু ছেলেবেলায় বেশ মিষ্টি দেখতে ছিলেন!
7/7প্রথম দেখায় এই তিন তারকার মধ্যে কাকে চিনতে পেরেছিলেন আপনি?