বাংলা নিউজ > ছবিঘর > 7th Pay Commission: পঞ্চায়েত কর্মীদের আনা হোক সপ্তম বেতন কমিশনের আওতায়, এই রাজ্যে উঠল দাবি

7th Pay Commission: পঞ্চায়েত কর্মীদের আনা হোক সপ্তম বেতন কমিশনের আওতায়, এই রাজ্যে উঠল দাবি

দেশের প্রায় সর্বত্রই রাজ্য সরকারি কর্মীদেরও আনা হয়েছে সপ্তম বেতন কমিশনের আওতায়। তবে পশ্চিমবঙ্গের মতো কোথাও কোথাও এখনও পূর্বতন বেতন কমিশন কার্যকর রয়েছে। এদিকে অনেক রজ্যেই সপ্তম বেতন কমিশন চালু হলেও সব সরকারি কর্মী তাদের আওতায় পড়েন না। এই আবহে এই রাজ্যে পঞ্চায়েত কর্মীরা বড় দাবি তুললেন।