Durga Puja 2022 Timings at Belur Math: দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন পরেই দুর্গাপুজো হবে। তারইমধ্যে বেলুড় মঠের সপ্তমী, নবমী, অষ্টমীর পুজোর সময় জানানো হল। কুমারী পুজোর সময়ও জানাল বেলুড় মঠ। দেখে নিন, বেলুড় মঠের দুর্গাপুজোর সময় -
1/4সপ্তমী (১৫ আশ্বিন, ২ অক্টোবর, রবিবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে পুজো শুরু হবে। (ছবি সৌজন্যে, ফেসবুক Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math)
2/4মহাষ্টমী (১৬ আশ্বিন, ৩ অক্টোবর, সোমবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে অষ্টমীর পুজো শুরু হবে। কুমারী পুজো শুরু হবে সকাল ৯ টা থেকে। বিকেল ৪ টে ১৪ মিনিট থেকে বিকেল ৫ টা ২ মিনিট পর্যন্ত সন্ধিপুজো চলবে। (ছবি সৌজন্যে, ফেসবুক Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math
3/4মহানবমী (১৭ আশ্বিন, ৪ অক্টোবর, মঙ্গলবার): ভোর ৫ টা ৩০ মিনিট থেকে শুরু হবে পুজো। (ছবি সৌজন্য, টুইটার @IndiaatUNESCO)
4/4বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, দেবীর ভোগারতির পর হোম হবে। পুষ্পাঞ্জলি দেবীর ভোগারতির পর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)