Monthly Astrology August 2022: অগস্ট পড়ে গিয়েছে। চলতি মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যে আজ (১ অগস্ট) বুধের গোচর হয়েছে। আগামী ৭ অগস্ট শুক্রের গোচর হবে। ১০ অগস্ট রাশি পরিবর্তন করবেন মঙ্গল। ১৭ অগস্ট রাশি পরিবর্তন হবে সূর্য গ্রহের। আবার ২১ অগস্ট বুধের গোচর হবে। তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/5চার গ্রহের ৫ বার গোচর! অগস্টে হাতে অর্থ আসবে এই রাশির জাতকদের, আপনি তালিকায়?।
2/5মিথুন রাশি- বৃষ রাশির জাতকদের অগস্ট ভালো কাটবে। এই রাশির জাতকরা ব্যবসায় মুনাফা লাভ করবেন। যাঁরা নয়া চাকরির সন্ধানে আছে, তাঁরা সাফল্য লাভ করবেন। নয়া চাকরি পাবেন তাঁরা। চাকরিতে পদোন্নতি হতে পারে। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সতর্ক থাকতে হবে।
3/5কর্কট রাশি- কর্মক্ষেত্রে উন্নতি হবে। বিবাহিত জীবন সুখে কাটবে। দম্পতির মধ্যে সম্পর্ক ভালো হবে। মানসিক চাপ বাড়বে। আর্থিক অবস্থা ভালো হবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। তবে সংযত থাকতে হবে। ব্যবসার পরিস্থিতি ভালো হবে।
4/5সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা ভালো কাটবে। মান-সম্মান বাড়বে। যে সিংহ রাশির জাতকরা বিবাহিত, তাঁদের সময় ভালো কাটবে। দাম্পত্য জীবন সুখকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মকর রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন মকর রাশির জাতকরা। সূর্যের কৃপায় চাকরিতে উন্নতি হবে। কর্মক্ষেত্রে সময় ভালো কাটবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। কাজের পরিস্থিতিও ভালো হবে।