কোভিশিল্ডের ২০ কোটি ডোজ মজুদ রয়েছে। আগামিদিনেও লড়তে প্রস্তুত ভারত। মঙ্গলবার বললেন সিরাম ইনস্টিটিউটের (SII) সিইও আদার পুনাওয়ালা।
1/6'আমরা ইতিমধ্যেই ইউরোপ, অস্ট্রেলিয়াতে Covovax-এর ৪ কোটি ডোজ রপ্তানি করেছি। এই প্রথমবার ভারতে তৈরি কোনও ভ্যাকসিন ইউরোপে বিক্রি হয়েছে,' জানান পুনাওয়ালা। ফাইল ছবি : টুইটার (PTI)
2/6পুনাওয়ালা আরও বলেন, ভারত ২০২০ সালের তুলনায় এখন, করোনা মোকাবেলা করতে আরও বেশি প্রস্তুত৷ '২০২০ সালে, আমাদের পরীক্ষার ক্ষমতা, জিনোমিক সিকোয়েন্সিং ছিল না। বর্তমানে সবই আছে। এখন হাসপাতালের যে পরিকাঠামো আছে, তা আগে ছিল না,' বলেন তিনি। ছবি : হিন্দুস্তান টাইমস (PTI)
3/6পুনাওয়ালা বলেন, বর্তমানে তিনি CoWIN অ্যাপে কোভোভ্যাক্স রাখার সরকারি অনুমতির অপেক্ষা করছেন। এটি সবার কাছে পৌঁছে দিতে চান তিনি। ১২ বছরের উর্ধ্বে বয়সীদের Covovax দেওয়ার অনুমোদন দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/6'যদি এটি সরকারি কর্মসূচিতেও নেওয়া হয়, সেক্ষেত্রেও SII প্রাইভেট বাজারের জন্য ২২৫ টাকা চার্জ করবে। অর্থাত্ সেখানেও একই দাম চার্জ করবে,' জানান তিনি। ছবি সৌজন্য : রয়টার্স (PTI)
5/6আগে অন্য টিকা নেওয়া থাকলে, তারপর কোভোভ্যাক্সকে বুস্টার হিসেবে নেওয়া যাবে? পুনাওয়ালা বলেন, SII-কে এ বিষয়ে একটি গবেষণা করতে বলা হয়েছে। প্রক্রিয়া চলছে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
6/6পুনাওয়ালা জানান, SII দ্বিতীয় এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধানকে ৯ মাস থেকে কমিয়ে ৬ মাসে নামিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন করেছে। ফাইল ছবি : রয়টার্স (PTI)