CU Exam 2022: অফলাইন নাকি অনলাইনে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? সেই মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। যে বিশ্ববিদ্যালয়ের অফলাইন পরীক্ষা নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছেন। হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা।
1/5অফলাইন নাকি অনলাইন পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে? মামলায় কী বলল হাইকোর্ট? (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস প্রতীকী এবং পিটিআই)
2/5অফলাইন নাকি অনলাইন - কোন মাধ্যমে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? সেই সংক্রান্ত মামলার শুনানি-পর্ব শেষ হল। তবে মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস)
3/5পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের মধ্যেই এবার অফলাইন পরীক্ষার পথে হেঁটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তা নিয়ে হাইকোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে একটি মামলা খারিজ করে দেন বিচারপতি কৌশিক চন্দ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চেও একটি মামলা চলছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5তারইমধ্যে মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একটি মামলার রায়দান স্থগিত রেখেছে। (ফাইল ছবি)
5/5ওই মামলায় আবেদনকারী নীলব্জ গুপ্ত দাবি করেন, রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই অনলাইন মাধ্যমে পরীক্ষা নেওয়ার পথে হেঁটেছে। ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বই খুলে লেখার সুযোগ পাবেন। পাঠ্যক্রম শেষ করতে না পারায় আলিয়া বিশ্ববিদ্যালয় বিশেষ পদক্ষেপ করেছে। অথচ পুরো পাঠ্যক্রম শেষ করা না হলেও অফলাইনে পরীক্ষা নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)