First Class Coach in Local Train: এবার শিয়ালদার লোকাল ট্রেনেও ‘ফার্স্ট-ক্লাস’ কামরা! চালু পুজোর আগেই, কোন রুটে?
Updated: 03 Oct 2023, 09:58 AM ISTমুম্বইয়ের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা আছে। আর এবার পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনেও প্রথম শ্রেণির কামরা যোগ করার বিষয়ে ভাবনাচিন্তা করছে পূর্ব রেল। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ট্রেনে প্রথম শ্রেণির কামরা যোগ করা হবে। তাতে সাফল্য পাওয়া গেলে আরও অনেক ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত করবে রেল।
পরবর্তী ফটো গ্যালারি