বাংলা নিউজ > ছবিঘর > Flight Ticket Money Back: বিমানের টিকিট কাটার পর কমে গিয়েছে ভাড়া? ফেরত পেতে পারেন টাকা!

Flight Ticket Money Back: বিমানের টিকিট কাটার পর কমে গিয়েছে ভাড়া? ফেরত পেতে পারেন টাকা!

অনেক সময়ই হয় যে বিমানে ভ্রমণের জন্য অনেকদিন আগে থেকেই টিকিট কেটে রাখেন অনেকে। যাতে কম ভাড়ায় যাত্রা সম্পন্ন করা যায়, এর জন্যই এটা করেন অনেকে। তবে দেখা যায়, বিমানের ভাড়া পরবর্তীতে আরও কমে গিয়েছে। তখন বসে মাথা চাপড়াতে হয়। তবে এই ধরনের পরিস্থিতিতে আর হতাশ হতে হবে না।