Free Ration and LPG Subsidy: ৮১ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতে থাকবে সরকার, সঙ্গে LPG-তে ২৪০০ টাকার ভর্তুকি
Updated: 18 Aug 2023, 09:05 AM ISTআগামী বছরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে দেশের ৮১.৩ কোটি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ জারি রাখা হবে। সঙ্গে জ্বালানি খাতে বার্ষিক ২৪০০ টাকা করে ভর্তুকিও দিতে থাকবে সরকার।
পরবর্তী ফটো গ্যালারি