বাংলা নিউজ > ছবিঘর > G20 Sherpa Amitabh Kant: 'ফরেন সার্ভিসের ক্ষতি', জি২০ শেরপার প্রশংসায় পঞ্চমুখ শশী, কে এই অমিতাভ কান্ত?

G20 Sherpa Amitabh Kant: 'ফরেন সার্ভিসের ক্ষতি', জি২০ শেরপার প্রশংসায় পঞ্চমুখ শশী, কে এই অমিতাভ কান্ত?

জি২০ সম্মেলনে ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন জি২০ শেরপা অমিতাভ কান্ত। এটা ভারতীয় কূটনীতির বড় সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। আর এই আবহে অমিতাভ কান্তের প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর কথায়, অমিতাভ কান্ত আইএএস হওয়ায় ফরেন সার্ভিসের ক্ষতি হয়েছে।