আজ নুসরত জাহানের জন্মদিন। ৩১-এ পা দিলেন নায়িকা। তবে এই তারকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়।
1/9নতুন বছরকে রাজস্থানে স্বাগত জানিয়েছেন যশ-নুসরত। এরপর থেকেই অন-স্ক্রিন এই জুটির প্রেম সম্পর্কের জল্পনা তুঙ্গে। নুসরত-নিখিলের দাম্পত্য সম্পর্কে কি তবে ঢুকে পড়েছেন যশ? ক্রমেই রহস্য ঘনাচ্ছে? এই নিয়ে অবশ্য স্পিকটি নট যশ-নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)
2/9৮ জানুয়ারি নুসরতের জন্মদিন। আজ,৩১ এ পা দিলেন নুসরত। ১৯৯০ সালের আজকের দিনেই জন্ম নায়িকার। বার্থ ডে-র ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা বসিরহাটের তৃণমূল সাংসদের। (ছবি-ইনস্টাগ্রাম)
3/9নতুন ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করে নুসরত ইনস্টাগ্রামের দেওয়ালে লিখলেন- ‘আজকের জন্য বাঁচুন,আগামিকালের কথা পরে ভাববেন’। (ছবি-ইনস্টাগ্রাম)
5/9গত ২৯ ডিসেম্বর একসঙ্গে আজমের শরিফ দরগায় দেখা মিলেছে যশ-নুসরতের। এই জুটির ফ্যানপেজ থেকে তাঁদের আজমের দর্শনের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। হযরত খাজা মইনুদ্দিন চিশতির দরগায় চাদর দিতে পৌঁছেছিলেন নুসরত।
6/9২০১৭ সালে ওয়ান ছবিতে যশের নায়িকা ছিলেন নুসরত। গত বছরের পুজো রিলিজ ‘SOS কলকাতা’তেও একসঙ্গে কাজ করেছেন যশ-নুসরত। সূত্রের খবর এই ছবির শ্যুটিং চলাকালীনই নাকি বন্ধুত্ব গভীর হয় যশরত-জুটির।
7/9আশ্চর্যজনকভাবে নুসরতের সোশ্যাল মিডিয়া প্রায় সাত মাস ধরে নিখিল-হীন। অন্যদিকে নভেম্বরে দিওয়ালি উদযাপনের পর নিখিলের পোস্ট থেকেও গায়েব নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)
8/9যশ-নুসরতের একসঙ্গে রাজস্থান সফর এবং সোশ্যাল মিডিয়া পিডিএ, সঙ্গে নুসতরের সোশ্যাল মিডিয়া থেকে নিখিলের অনুপস্থিতি-অনেকেই দুয়ে-দুয়ে চার করতে চাইছেন। যশের কথায় তিনি ও নুসরত- ‘ম্যাচ মেইড ইন হেল’।
9/9২০১৮ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে রূপকথার বিয়ে সারেন নিখিল-নুসরত। সত্যি কি সম্পর্ক তলানিতে এই দম্পতির? প্রশ্নের উত্তর এখনও অধরা। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.