কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। গতবারও প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। যে ম্যাচের সঙ্গে এবারের ম্যাচের স্কোরকার্ডের মিল আছে। তা থেকে সিএসকে ভক্তদের আশা, এবারও কি তাহলে আইপিএল ট্রফি আসছে চেন্নাইয়ে?
1/7এবারের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়েছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। গতবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে রুতুরাজের সঙ্গী ফ্যাফ ডু'প্লেসি শূন্য রানে আউট হয়েছিলেন। তিনি দ্বিতীয় ওভারে আউট হয়েছিলেন। (ছবি সৌজন্যে আইপিএল)
2/7গতবার দলের একমাত্র ব্যাটার হিসেবে সুরেশ রায়না অর্ধশতরান (৩৬ বলে ৫৪ রান) করেছিলেন। এবার মহেন্দ্র সিং ধোনি দলের একমাত্র অর্ধশতরান (৩৮ বলে অপরাজিত ৫০ রান) করেছেন। (ছবি সৌজন্যে আইপিএল)
3/7গতবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা অপরাজিত ২৬ রান করেছিলেন। এবারও একই সংখ্যক রান করেছেন এবং নট আউট থেকেছেন। তবে গতবার ১৭ বলে ২৬ রান করেছিলেন। এবার সেই রান এসেছে ২৮ বলে। (ছবি সৌজন্যে আইপিএল)
4/7এবার জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়েছে আম্বাতি রায়াডু। গতবার জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়েছিলেন রায়না। রান আউট হয়ে গিয়েছিলেন। রায়াডু এবং রায়না দু'জনেই চারে নেমেছিলেন। (ছবি সৌজন্যে আইপিএল)
5/7এবার প্রতিপক্ষ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার চার মেরে ম্যাচ শেষ করেছেন। গতবার দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত চার মেরে ম্যাচ শেষ করেছিলেন। তবে গতবার অনেক বেশি রান তাড়া করতে হয়েছিল দিল্লিকে। (ছবি সৌজন্যে আইপিএল)
6/7গত বছর আইপিএলের প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছিল সিএসকে। ২০২০ সালের আইপিএলে রানার্স হয়েছিল দিল্লি। এবার কেকেআরের কাছে হেরেছেন ধোনিরা। কেকেআর গতবার ফাইনালে হেরে গিয়েছিল। (ছবি সৌজন্যে আইপিএল)
7/7এবার ন'বল বাকি থাকতে কেকেআরের বিরুদ্ধে ছ'উইকেটে হেরে গিয়েছে চেন্নাই। গতবার আট বলে বাকি থাকতে সাত উইকেটে হেরে গিয়েছিল। (ছবি সৌজন্যে আইপিএল)