বাংলা নিউজ > ছবিঘর > IPL 2022 New Rules: নয়া নিয়মে কোন দলের বিরুদ্ধে ২ ম্যাচ খেলবে KKR? কাদের বিরুদ্ধে নামতে হবে একবার?

IPL 2022 New Rules: নয়া নিয়মে কোন দলের বিরুদ্ধে ২ ম্যাচ খেলবে KKR? কাদের বিরুদ্ধে নামতে হবে একবার?

দশ দলের আইপিএল। কিন্তু ১৮ নয়, প্রতিটি দল খেলবে ১৪ টি ম্যাচ। অর্থাৎ পাঁচটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচে (একটি হোম এবং একটি অ্যাওয়ে) নামবে কোনও ফ্র্যাঞ্চাইজি। চারটি দলের (দুটি হোম এবং দুটি অ্যাওয়ে) বিরুদ্ধে খেলবে একটি করে ম্যাচ। আইপিএলের সেই নয়া নিয়ম অনুযায়ী, কোন দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে কেকেআর? কাদের বিরুদ্ধে নামবে একবার? তা দেখে নিন -