হাতে পড়ে আছে মাত্র চারদিন। সেই সময়ের মধ্যে রিচার্জ করলে মিলবে দুর্দান্ত সুবিধা।
1/7২,৫৪৫ টাকার রিচার্জ প্ল্যানে 'হ্যাপি নিউ ইয়ার অফার' নিয়ে এসেছে জিয়ো। সেই অফারে বেশিদিন ভ্যালিডিটি মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/7জিয়োর তরফে জানানো হয়েছে, ২,৫৪৫ টাকার প্ল্যান রিচার্জ করলে বাড়তি ২৯ দিন ভ্যালিডিটি মিলবে। এতদিন ২,৫৪৫ টাকার প্ল্যানে ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। 'হ্যাপি নিউ ইয়ার অফারে' সেটাই বেড়ে হয়েছে ৩৬৫ দিন। (ছবিটি প্রতীকী)
3/7আগামী ২ জানুয়ারি পর্যন্ত 'হ্যাপি নিউ ইয়ার অফার' মিলবে। অর্থাৎ আগামী রবিবারের মধ্যে ২,৫৪৫ টাকার প্ল্যান রিচার্জ করলে জিয়ো গ্রাহকরা বাড়তি ২৯ দিন ভ্যালিডিটি পাবেন। (ছবিটি প্রতীকী)
4/7ভ্যালিডিটি বাড়ানো হলেও ২,৫৪৫ টাকার রিচার্জ প্ল্যানে অন্যান্য সুযোগ-সুবিধা একই আছে। তবে সার্বিকভাবে বেশি ডেটা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/7২,৫৪৫ টাকার রিচার্জ প্ল্যানে দৈনিক হাইস্পিড ১.৫ GB ডেটা মিলবে। সেই সীমা পেরিয়ে গেলে কমে যাবে ডেটার স্পিড। প্রতি সেকেন্ডে ডেটার স্পিড হবে ৬৪ KB হবে। অর্থাৎ সার্বিকভাবে ৩৬৫ দিনে ৫৪৭.৫ GB ডেটা পাবেন। আগে যা ছিল ৫০৪ GB। বাড়তি হিসেবে ৪৩.৫ GB ডেটা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে
6/7২,৫৪৫ টাকার রিচার্জ প্ল্যানে বিনামূল্যে দিনে ১০০ টি এসএমএস করা যাবে। আছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। (ছবিটি প্রতীকী)