Khalistani Threat over ICC ODI WC: 'নিজ্জরের হত্যা… বিশ্ব সন্ত্রাসবাদ কাপ হবে ভারতে', ভাইরাল খলিস্তানি জঙ্গির অডিয়ো
Updated: 28 Sep 2023, 08:59 AM IST Abhijit Chowdhury 28 Sep 2023 khalistan, sikhs for justice, Gurpatwant Singh Pannun, hardeep singh nijjar, icc cricket world cup, খলিস্তান, শিখস ফর জাস্টিস, গুরপতবন্ত সিং পন্নুন, হরদীপ সিং নিজ্জর, শিখ, খলিস্তানি জঙ্গি, আইসিসি ক্রিকেট বিশ্বকাপবিগত বেশ কয়েক মাস ধরেই খলিস্তানপন্থীদের গতিবিধি বেড়েছে দেশে ও দেশের বাইরে। কয়েক মাস আগে পঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে অমৃতপাল সিং। এরপর ভারতের অভ্যন্তরে খলিস্তানি গতিবিধি অনেকটা কমেছে। তবে বিদেশে, বিশেষ করে কানাডায় সেই গতিবিধি বেড়েছে দিনকে দিন। এই আবহে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উড়ে এল হুঁশিয়ারি।
পরবর্তী ফটো গ্যালারি