পাশের নিরিখে এমনিতেই এবারের মাধ্যমিকে রেকর্ড তৈরি ... more
পাশের নিরিখে এমনিতেই এবারের মাধ্যমিকে রেকর্ড তৈরি হয়েছে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯০ শতাংশ পড়ুয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, সবথেকে বেশি নম্বর উঠেছে ভূগোল। কোন বিষয়ে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে কতজন, তা দেখে নিন একনজরে -
1/7প্রথম ভাষায় ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৮,৩৭৬ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)
2/7দ্বিতীয় ভাষায় ৯০ থেকে ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৬,৯০৩ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
3/7অঙ্কে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৪৮,২২৭ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস)
4/7ইতিহাসে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৪,৮৬০ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
5/7ভূগোলে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৮৩,২৮৯ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)
6/7জীবন বিজ্ঞানে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৭৭,১২০ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
7/7ভৌত বিজ্ঞানে ৯০ থেকে ১০০-এর মধ্যে পেয়েছে ৫০,৮৫৪ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্য বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)