নরেন্দ্র মোদী এদিন বিজেপি কর্মী সমর্থকদের প্রতি বার্তায় বলেন, ‘দেশকে নতুন রাজনীতি দিয়েছি আমরা, নয়া রাজনৈতিক ঘরানা দিয়েছি। নতুন বিকাশ মডেল দিয়েছি। আমাদের কাজের ধরনে কোনও ভেদাভেদ নেই।’ তিনি বলেন, বিজেপি সকলের বিকাশের কথা বেবে পথ চলে।
1/7উত্তরপূর্বের তিন রাজ্যের ভোটের ফলাফলে বিজেপি কার্যত স্বস্তি ধরে রেখেছে। ত্রিপুরায় সরকার গড়ছে বিজেপি জোট, নাগাল্যান্ডের ছবিতে বেশ খানিকটা স্বস্তি এসেছে পদ্ম শিবিরে, সেখানেও হচ্ছে বিজেপি জোটের সরকার। এরপর মেঘালয়ে সরকার গড়তে কনরাড সাংমার এনপিপি ফোন যোগাযোগ করেছে পদ্মশিবিরের সঙ্গে। আর তাতেও এসেছে গেরুয়া শিবিরের সম্মতি। এই ভোট মানচিত্রে এদিন কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেরে দিল্লির বিজেপি হেডকোয়ার্টারে। সেখান থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দিয়েছেন দেখা যাক। (PTI)
2/7নরেন্দ্র মোদী এদিন বিজেপি কর্মী সমর্থকদের প্রতি বার্তায় বলেন, ‘দেশকে নতুন রাজনীতি দিয়েছি আমরা, নয়া রাজনৈতিক ঘরানা দিয়েছি। নতুন বিকাশ মডেল দিয়েছি। আমাদের কাজের ধরনে কোনও ভেদাভেদ নেই।’ তিনি বলেন, বিজেপি সকলের বিকাশের কথা বেবে পথ চলে। (PTI)
3/7কংগ্রেসের নাম না করে খোঁচার সুরে মোদী বলেন,'আগে সমস্যার দিকে দেখা হত না। হাত দেওয়া হত না সমস্যায়। আমরা সাধারণ মানুষের কথা ভেবে কাজ করি। এখনও পরিশ্রম করছি।' এদিনের ভাষণে মোদী তুলে ধরেন উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য বিজেপির উন্নয়নের মডেল। (PTI)
4/7কর্মীদের উদ্দেশে এদিন তিনি বলেন,'বিজেপির জয়ে তৃতীয় শক্তি বিজেপির কর্মীরা। তাঁরা শিবের ত্রিনয়নের মতো।' এছাড়াও নাগাল্যান্ডে প্রথমবার মহিলা বিধায়ক উঠে আসার ভূয়সী প্রশংসা করেন মোদী। তিনি বলেন, আগে রাজ্যসভায় নাগাল্যান্ড থেকে মহিলা সাংসদকে তুলে আনতে উদ্যোগ নিয়েছে বিজেপি, এরপর তাদের জোট শরিকের দল থেকে দুই মহিলা বিধায়ক উঠে এলেন, যার ভূয়সী প্রশংসা করেন প্রধানমনমন্ত্রী। (PTI)
5/7এরপরই তিনি বিরোধীদের বিরুদ্ধে সরব হন। মোদী তাঁর ভাষণে বলেন,'পদ্ম ফুটছে সবদিকে। কিছু লোক, কট্টরভাবে অন্যায় করছেন।'। মোদী বিরোধীদের দিকে নিশানা তাক করে বলেন,'ওঁরা বলছে, মর যা মোদী, দেশ বলছে মত যা মোদী'। উল্লেখ্য, সদ্য আম আদমি পার্টির প্রতিবাদী এক সদস্য প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর মুখে আসা মন্তব্যেরই কার্যত এদিন জবাব দিলেন প্রধানমন্ত্রী। (PTI Photo/Vijay Verma) (PTI)
6/7উত্তর পূর্বে ভোট নিয়ে মোদী বলেন,'সংখ্যালঘুদের বিজেপিকে নিয়ে ভয় দেখানো হয়েছিল। গোয়ায় তা টেকেনি। নাগাল্যান্ড ও মেঘালয়ে যেখানে ক্রিস্টানদের সংখ্যা বেশি, সেখানে ক্রিস্টান ভাইবোনেদের সমর্থন পেয়েছি।' তিনি কংগ্রেসের নাম করে এদিন সরব হন। বলেন,' কংগ্রেস বলছে, এটা তো ছোট রাজ্যে ফলাফল তেমন গুরুত্বপূর্ণ নয়।, এটা এই রাজ্যের লোকেরজের অপমান। জনমতের অপমান।' মোদী বলেন,'কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করে'। মোদীর হুঁশিয়ারি আগামীর ভোটে কংগ্রেসের পরাজয় নিশ্চিত। PTI Photo/Vijay Verma) (PTI03_02_2023_000394A) (PTI)
7/7এদিনের অনুষ্ঠানে বিজেপির চাণক্য অমিত শাহও উপস্থিত ছিলেন, তিনি বলেন, উত্তর পূর্বের জয়ে মূল স্তম্ভ ছিল বিজেপির উন্নয়নের ধারা। আর তার জেরেই এই জয়। অনুষ্ঠান থেকে কর্মী সমর্থকদের উদ্দেশে জোরালো বার্তা দেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। (PTI Photo/Vijay Verma) (PTI03_02_2023_000396B) (PTI)