বাংলা নিউজ > ছবিঘর > National Engineer's Day 2023: মাইসুরুর এই প্রাক্তন দেওয়ানের জন্মদিনে পালিত হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে’! কে ছিলেন তিনি?

National Engineer's Day 2023: মাইসুরুর এই প্রাক্তন দেওয়ানের জন্মদিনে পালিত হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে’! কে ছিলেন তিনি?

গোটা দেশে শুক্রবার ১৫ সেপ্টেম্বর পালিত হবে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে। চলতি বছরে এই দিনের বিশেষ থিম হল-'ইঞ্জিনিয়ারিং ফর সাস্টেনেবল ফিউচার।' উল্লেখ্য, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে যাঁর জন্মদিনকে পালন করা হয়, সেই মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।