সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিল ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে ৮২৫ কেজি পেঁয়াজ বিক্রি করে কৃষকের ১ টাকা লোকসান হয়েছে। দাবি করা হয়, সেই কৃষক ৮২৫ কেজি পেঁয়াজ চাষ করতে মোট ৮২৬ টাকা খরচ করেছেন। তবে এই মোট ফলন সে প্রতি কেজি ১ টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়। এই আবহে তার এক টাকা লোকসান হয়েছে এত খেটেও।
1/5প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশে আচমকা পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবার বহু দেশেই পেঁয়াজের ফলন ভালো হয়নি। রাষ্ট্র সংঘ ও বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টেও বিশ্ব জুড়ে পেঁয়াজের মূল্যবৃদ্ধির উল্লেখ রয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে আমেরিকাতেও অত্যন্ত খারাপ পরিস্থিতি। মূলত দক্ষিণ স্পেন ও উত্তর আফ্রিকাতে পেঁয়াজের ভালো ফলন হয়নি এবার। সেকারণে যোগান কিছুটা কমে গিয়েছে বিশ্বের সর্বত্রই। (REUTERS)
2/5জানা গিয়েছে, গত বছর পাকিস্তানের বন্যা, ইউক্রেনের যুদ্ধ, মধ্য এশিয়া বিশাল তুষারপাত সব মিলিয়ে ফলন মার খেয়েছে। উত্তর আফ্রিকায় খরা ও সারের দাম বৃদ্ধির জেরেও ফলন ভালো হয়নি। খারাপ আবহাওয়ার জন্য মরোক্কতেও পেঁয়াজের ফলন মার খেয়েছে। আর তারই প্রভাব এবার পড়ছে বিশ্ব বাজারে। এই আবহে মধ্য এশিয়ার বহু দেশে পেঁয়াজের মজুতের উপর নজর রাখা হচ্ছে। কিরঘিজস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তানে পেঁয়াজের রফতানি করাতেও লাগাম টানা হয়েছে। (REUTERS)
3/5এদিকে বিশ্বে পেঁয়াজের ঘাটতি দেখা দিলেও বিপরীত চিত্র দেখা দিয়েছে ভারতে। মহারাষ্ট্রে এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। এতটাই বেশি ফলন হয়েছে যে অনেক পেঁয়াজ গুদাম ঘরে পচছে। খুব অল্প দামেই ফলন বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এই আবহে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়াকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাসিকের থেকে বাড়তি পেঁয়াজ নিয়ে অন্যান্য রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। (REUTERS)
4/5রিপোর্ট বলছে, পাইকারি বাজারে গত ২৬ ডিসেম্বর কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম ছিল ১,৮৫০ টাকা। ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে তা কমে দাঁড়িয়েছে ৫৫০ টাকায়। কৃষকদের চিন্তা দূর করতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিদেশে পেঁয়াজ রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই। এই আবহে বিদেশে পেঁয়াজ রফতানি শুরু হলে কৃষকরা ঘরে কিছুটা হলেও লাভ তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে। (REUTERS)
5/5এদিকে পাইকারি বাজারে কৃষকরা ১ টাকা দরে পেঁয়াজ বিক্রি করলেও খুচরো বাজারে এত কম দামে পেঁয়াজ পাচ্ছেন না গ্রাহকরা। দেশের বিভিন্ন শহরে খুচরো বাজারে গড়ে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে পেঁয়াজের দাম। তাই সাধারণ ক্রেতারাও খুব একটা স্বস্তিতে নেই। এই আবহে কেন্দ্রের নির্দেশ মতো যদি নাসিক থেকে বাড়তি পেঁয়াজ নিয়ে গিয়ে সেই সব রাজ্যে বিক্রি করা হয়, যেখানে এর ফলন নেই, খুচরো বাজারে দামও কমবে, নাসিকের কৃষকদের পকেটেও টাকা ঢুকবে। (REUTERS)