এভিয়েশন টারবাইন ফুয়েল(ATF)-এর চড়া দামের কারণে এমনিতেই বেশ চাপে এয়ারলাইন সংস্থাগুলি। আর সেই কারণেই মূল্যসীমা আরোপের বিরুদ্ধে জোর দিচ্ছে MoCA।
1/5বিমান চলাচল খাতে দামের উর্ধ্বসীমা স্থির করার বিরুদ্ধে সতর্ক করে দিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক (MoCA)। কেন্দ্রীয় বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এয়ারলাইনগুলি বিভিন্ন কারণে লোকসানের শিকার হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক) (MINT_PRINT)
2/5CNBC TV-18 সূত্র অনুসারে MoCA কর্তারা জানিয়েছেন, সরকার এই খাতে আপাতত মূল্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না। বিমান পরিবহন সেক্টরের পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ফাইল ছবি: পিটিআই (MINT_PRINT)
3/5এভিয়েশন টারবাইন ফুয়েল(ATF)-এর চড়া দামের কারণে এমনিতেই বেশ চাপে এয়ারলাইন সংস্থাগুলি। আর সেই কারণেই মূল্যসীমা আরোপের বিরুদ্ধে জোর দিচ্ছে MoCA। ফাইল ছবি: ব্লুমবার্গ (MINT_PRINT)
4/5ATF-এর খরচই যে কোনও এয়ারলাইন্সের খরচের একটি উল্লেখযোগ্য অংশ। ক্রমেই এই জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সেই হারে টিকিটের দাম বাড়ানো যাচ্ছে না। এই কারণেই লোকসানের সম্মুখীন হচ্ছে যাত্রীবাহি বিমান পরিবহন সংস্থাগুলি। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
5/5বিমান ভাড়ার দামের উর্ধ্বসীমার বিষয়ে সম্প্রতি সংসদীয় কমিটি আলোচনায় বসেছিল। তাতে MoCA এবং DGCA-কে টিকিটের দামের আশেপাশে বিভিন্ন নিয়ম ব্যাখ্যা করতে বলা হয়। কমিটি এই বিষয়ে আরও আলোচনা করতে আগামী সপ্তাহে আবার বৈঠক করবে। (ছবিটি প্রতীকী : রয়টার্স) (MINT_PRINT)