বাংলা নিউজ > ছবিঘর > PM Modi on Sanatana Dharma Row: 'বিবেকানন্দকে অনুপ্রাণিত করা সনাতনকে শেষ করতে চায় বিরোধীরা', তোপ মোদীর

PM Modi on Sanatana Dharma Row: 'বিবেকানন্দকে অনুপ্রাণিত করা সনাতনকে শেষ করতে চায় বিরোধীরা', তোপ মোদীর

কয়েকদিন আগেই সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি। সেই থেকে শুরু হয় বিতর্ক। এই ইস্যুতে কংগ্রেস ও বিরোধী জোটকে বারবার আক্রমণ শানিয়েছে বিজেপি। আর আজ প্রধানমন্ত্রী মোদীও এই নিয়ে বিরোধীদের আক্রণ করলেন।