Rajya Sabha Elections: আজ ৪ রাজ্যে রাজ্যসভার মোট ১৬টি আসনে ভোটগ্রহণ হবে। বাকি ৪১টি আসনে ইতিমধ্যেই সাংসদরা বিনা প্রদিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ যে রাজ্যগুলিতে ভোটগ্রহণ হবে, সেগুলি হল - মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান ও হরিয়ানা।
1/5এর আগে ১৫টি রাজ্য জুড়ে রাজ্যসভার ৫৭টি আসন ফাঁকা হয়েছিল। এর মধ্যে বিজেপির দখলে ২৩টি এবং কংগ্রেসের দখলে আটটি আসন ছিল। বাকিগুলো অন্য আঞ্চলিক দলগুলোর মধ্যে ভাগ করা ছিল। সব মিলিয়ে এবার ২২টি আসনে বিজেপির প্রার্থীদের প্রত্যাবর্তন হবে বলে মনে করা হচ্ছে। (HT_PRINT)
2/5হরিয়ানা: হরিয়ানায় দুটি রাজ্যসভা আসন রয়েছে। এই রাজ্যে একটি আসনে জিততে গেলে ৩১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপি ও কংগ্রেস একটি করে আসন পেতে পারে এই রাজ্যে। তবে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে বিজেপি উভয় আসনে জয়লাভের জন্য ঝাঁপাবে। (HT_PRINT)
3/5রাজস্থান: রাজস্থানে মোট ৪টি রাজ্যসভা আসনে ভোট হবে। এখানে ২টি আসন সরাসরি কংগ্রেসের খাতায় যাবে। একই সঙ্গে একটি যাবে বিজেপির খাতায়। এখানে একটি আসনের জন্য ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে একটি আসনের জন্যই মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে আজ। এই রাজ্য থেকে মনোনয়ন পেশ করেছেন বিজেপি সমর্থিত নির্জল প্রার্থী সুভাষ চন্দ্র। (HT_PRINT)
4/5মহারাষ্ট্র: এই রাজ্যে ৬টি আসনে নির্বাচন হতে চলেছে। রাজ্যসভার একটি আসনের জন্য এই রাজ্যে ৪২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। মহারাষ্ট্রে তিনটি আসন মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি জোটের খাতায় যেতে পারে। একটি আসনে জিততে পারে বিজেপি। এ ছাড়া একটি আসনের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আজ। (HT_PRINT)
5/5কর্ণাটক: বিজেপি শাসিত কর্ণাটকের ৪টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হতে চলেছে। তাদের মধ্যে দুটি আসনে বিজেপি ও একটিতে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। চতুর্থ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সেখানে তুরুপের তাস জেডিএস। (HT_PRINT)