RCB vs CSK: পেসারদের রান বিলোনো থেকে মিডল অর্ডার ব্যর্থতা, কেন হারল চেন্নাই?
Updated: 04 May 2022, 11:47 PM ISTপুণের ময়দানে লিগ তালিকায় নয়ে থাকা চেন্নাই সুপার কিংস ও ছয় নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একে অপরের মুখোমুখি হয়েছিল। প্লে-অফের দৌড়ে বজায় থাকতে দুই দলেরই জয় অত্যন্ত জরুরি ছিল। আরসিবির ১৭৩ রানের জবাবে ১৩ রানে হেরে প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ সিএসকের। তাদের হারের কারণগুলি ঠিক কী?
পরবর্তী ফটো গ্যালারি