SA vs IND: লিডিং ফ্রম দ্য ফ্রন্ট- ঝোড়ো শতরান করে রোহিত,ম্যাক্সির বিশ্বরেকর্ড ছুঁলেন সূর্য,অন্যদিকে তাঁদের ছাপিয়েও গেলেন
Updated: 14 Dec 2023, 11:25 PM ISTপ্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ রান করতে সূর্যকুমার যাদবের লেগেছিল ২০ বল। তবে এর পরে ভারতের ইনিংস পুরোটাই সূর্যময়। বাকি ৭৯ রান তিনি করলেন মাত্র ৩৫ বলে। ৫৫ বলে শতরান হাঁকিয়ে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করলেন স্কাই।
তৃতীয় টি-টোয়েন্টিতে একেবারে ঝড় তুলে সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। মাত্র ৫৫ বলে তাঁর করা শতরানের হাত ধরেই ভারত টপকে গেলেন ২০০ রানের গণ্ডি। তাঁর ইনিংস সাজানো ৭টি বাউন্ডারি এবং আটটি ওভারবাউন্ডারিতে। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে এটি সূর্যের চতুর্থ সেঞ্চুরি। ছবি: রয়টার্স
পরবর্তী ফটো গ্যালারি