হাসপাতাল থেকে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত। বাড়ি ফিরলেন অভিনেতা।
শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণা নিয়ে শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা।
1/5শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণা নিয়ে শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। অবশেষে ছুটি পেলেন সঞ্জুবাবা।
2/5সঞ্জয় দত্তের শারীরিক অসুস্থতার খবর শোনামাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে সেদিন রাতেই টুইট বার্তায় ভক্তদের আশ্বস্ত করেছিলেন ৬১ বছর বয়সী অভিনেতা। জানিয়েছিলেন তিনি ভালো আছেন।
3/5সোমবার বিকালে বাড়ি ফিরে গেলেন পর্দার মুন্না ভাই। এদিন মুখে মাস্ক পরে ভক্তদের দিকে হাত নেড়ে কৃতজ্ঞতা জানালেন সঞ্জয় দত্ত।
4/5সঞ্জয় দত্তের ঘরে ফেরার ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শনিবার রাতে টুইট বার্তায় সঞ্জুবাবা লিখেছিলেন,'..চিকিত্সক, নার্স এবং লীলাবতী হাসপাতারের অন্য সকল সদস্যদের যত্নে আমি আশা করছি দু-তিনদিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার মঙ্গল কামনার জন্য'।
5/5অন্যদিকে এইদিন সামনে এসেছে তাঁর আসন্ন ছবি সড়ক -২, এর পোস্টার। বক্স অফিসে ভালো ফল করেনি সঞ্জু বাবার শেষ তিনটি ছবি- কলঙ্ক,পানিপথ এবং প্রস্থানম। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বহুচর্চিত প্রোজেক্ট সড়ক টু ছাড়াও ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া এবং তোরবাজ। এছাড়াও কেএফজি চ্যাপ্টার টু এবং রণবীর কাপুরের শামসিরাতেও দেখা যাবে সঞ্জয় দত্তকে।