Rain-Kalbaisakhi forecast in Kolkata & WB: শনিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সেইসঙ্গে আগামী সপ্তাহে কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। কবে কোথায় বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/6আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আপাতত উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি গভীর অক্ষরেখা বিস্তৃত আছে। তাই বিহার, ছত্তিশগড়ের দিকে আবহাওয়া সংক্রান্ত কিছু কর্মকাণ্ড ধরা পড়ছে। যা ধীরে-ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6তবে শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, শনিবার কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কারণ যে অক্ষরেখা আছে, তা এতটা নীচে আসবে না। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের পর বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রার তেমন হেরফের হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/6তারইমধ্যে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত যেরকম পরিস্থিতি, তাতে আগামী সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সম্ভাবনা আছে। পরবর্তীতে আরও নিখুঁতভাবে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
5/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার আবার দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ কয়েকটি জায়গায় বর্ষণের সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
6/6আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)