দক্ষিণী সুপারস্টারের ব্যাট হাতে ধরা একটি ছবি আলাদা করে নজর কেড়েছে। সেখানে রয়েছে আসন্ন কুড়ি বিশ ওভারের বিশ্বযুদ্ধ। তারই প্রচার করতে দেখা গেল তমান্নাকে। চলতি বছর আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে কুড়ি ওভারের বিশ্বকাপ।
1/5সম্প্রতি তমন্না ভাটিয়া হাজির ছিলেন মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে। সেখানেই হলুদ বডিকন ড্রেসে ফটোসেশনও করলেন তমন্না। দক্ষিণী ছবি করার পাশাপাশি বলিউডেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে তমন্না। (ছবি-টুইটার)
2/5নেটদুনিয়ায় তমান্নার এই ছবি জোর চর্চা রয়েছে। দক্ষিণী সুপারস্টারের ব্যাট হাতে ধরা একটি ছবি আলাদা করে নজর কেড়েছে। সেখানে রয়েছে আসন্ন কুড়ি বিশ ওভারের বিশ্বযুদ্ধ। তারই প্রচার করতে দেখা গেল তমান্নাকে। চলতি বছর আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে কুড়ি ওভারের বিশ্বকাপ। (ছবি-টুইটার)
3/5ফাঁকা গ্যালারিতে বসে থাকতে দেখা যায় দক্ষিণী সুপারস্টার তমন্না ভাটিয়াকে। এই ছবি রীতি মতো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। (ছবি-টুইটার)
4/5মেলবোর্নের রাস্তায় সবুজ শিফন শাড়ির সঙ্গে কাট-আউট ব্লাউজেও তাক লাগিয়েছেন তমান্না। সেই ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল। (ছবি:টুইটার)
5/5প্রিয় অভিনেত্রী তমন্না ভাটিয়াকে কাছে পেয়ে ফটো শুট করেন বহু ভক্তা। তমন্না ভক্তদের সঙ্গে হাসি মুখে ছবি তোলেন। (ছবি:টুইটার)