Swami Vivekananda birthday speech for school college: রাত পেরোলেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। স্কুল কলেজের আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিতে হবে? আপনার প্রস্তুতির জন্য রইল একটি নমুনা।
1/9রাত পোহালেই আগামিকাল এমন এক মহাপুরুষের জন্মদিন যিনি একসময় দেশের তরুণদের উদ্দীপ্ত করেছিলেন তাঁর বক্তৃতায়। দারিদ্র ও অশিক্ষায় আচ্ছন্ন ভারত জাতিকে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। (Advaita Ashrama Archives)
2/9তাঁর হাত ধরেই সমুদ্র পেরিয়ে ছড়িয়ে পড়েছিল হিন্দু ধর্মের জয়গাঁথা। বিবেকানন্দের আবির্ভাব নিঃসন্দেহে ভারতীয় জীবনে এক নতুন যুগের সূচনা। শ্রীশ্রীরামকৃষ্ণের মানসপুত্রের হাত ধরেই ভারত অধ্যাত্মবাদের নতুন আলো দেখলো। (Advaita Ashrama Archives)
3/9তাঁর অবিস্মরণীয় দৃপ্ত বাণী শুধু বাঙালি নয় ভারত তথা বিশ্বের কাছে এক উজ্জ্বল সম্পদ। ১৮৬৩ সালে কলকাতার সিমলায় জন্ম। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর। আর সবার মুখে মুখে বিলে নামেই ডাক পড়ত তাঁর। (Advaita Ashrama Archives)
4/9ছোটবেলায় থেকেই অসম্ভব সাহসী ও কৌতুহল ছিল একরত্তি ছেলের বুকে। সবকিছুকে পরখ করে জেনে নেওয়ার অদম্য ইচ্ছে মনে। নরেন মেট্রোপলিটন স্কুল থেকে পাশ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখানেই এক অধ্যাপকের মুখে প্রথম শ্রীরামকৃষ্ণের নাম শোনা। (Advaita Ashrama Archives)
5/9তারপরেই দক্ষিণেশ্বরে গেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণের। ভালোবাসার ধর্মে অভিভূত হয়ে এরপরেই শিষ্যত্ব গ্রহণ। ঠাকুরের মহাপ্রয়াণের পর সন্ন্যাস নেন নরেন। পূর্বাশ্রমের নাম ত্যাগ করে নতুন নাম হয় স্বামী বিবেকানন্দ। এরপরেই সারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন। ভারতের দুঃখদুর্দশা অভিভূত করে তাঁকে। (Advaita Ashrama Archives)
6/9এমন সময় এক দেশীয় রাজা ও আরও বেশ কিছুজনের সহায়তায় পৌঁছে যান শিকাগোতে আয়োজিত বিশ্বমহাধর্ম সম্মেলনে। দীপ্ত বক্তৃতায় হিন্দুধর্মের মাহাত্ম্যের কথা তুলে ধরেন বিশ্ববাসীর কাছে। এই বক্তৃতাই তাঁকে সারা বিশ্বের কাছে সমাদর এনে দেয়। এরপর একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতার জন্য ডাক পড়ে তার। একইসঙ্গে চলছিল সেবামূলক কাজকর্মের জন্য অর্থসংগ্রহ। (Advaita Ashrama Archives)
7/9দেশে ফিরে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ। দরিদ্র, অশিক্ষিত দেশবাসীর জন্য শুরু হল একের পর এক সেবামূলক কাজকর্ম। বিবেকানন্দের সঙ্গেই বিদেশ থেকে এসেছিলেন মার্গারেট। সন্ন্যাস নিয়ে পরিচিত হলেন সিস্টার নিবেদিতা। (Advaita Ashrama Archives)
8/9বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে পারলেই ঈশ্বরদর্শন সম্ভব। এই কথাই নিজের সমস্ত জীবনের কার্যপ্রণালী দিয়ে ফুটিয়ে তুলেছিলেন স্বামীজি। (Advaita Ashrama Archives)
9/9‘উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ নিবোধত’ অর্থাৎ ওঠো, জাগো, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। দেশের তরুণ রক্তকে উজ্জীবিত করতে এই বাণীই ছড়িয়ে দিয়েছিলেন দিকে দিকে। তাঁর অনু্প্রেরণা তাই আজকের শতাব্দীতে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক। (Advaita Ashrama Archives)