শাস্ত্রজ্ঞরা বলছেন, যদি আপনার কোষ্ঠীতে গ্রহদোষ থাক... more
শাস্ত্রজ্ঞরা বলছেন, যদি আপনার কোষ্ঠীতে গ্রহদোষ থাকে, তাহলে বজরংবলীর আরাধনায় তা কেটে যাবে। বাড়িতে যদি বিপদ আপদ বাড়তে থাকে, থেকে যায় কোনও বাস্তু দোষ তাহলে তা হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, ও বজরং পাঠ করলে কেটে যায়।
1/9হিন্দুশাস্ত্র মতে শ্রীরামচন্দ্রের ভক্ত বজরংবলী অজেয় ও অমর। তাঁর আশীর্বাদ থাকলে ভক্তের যেকোনও সংকট মোচন হয়। কথিত রয়েছে, বজরংবলীকে যদি আন্তরিকভাবে পুজো করে কোনও আশীর্বাদ চাওয়া হয়, তাহলে তা সফল হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/9তবে বজরংবলীর পুজো নিয়ে রয়েছে একাধিক বিধি। সঠিকভাবে সেই বিধি মেনে পুজো করলে তবেই মেলে ফলাফল। অনেকেই দেবতার ছবি বাড়িতে ঠাকুরের বেদীতে প্রতিষ্ঠা করেন। তবে সঠিক উপায়ে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা না করতে পারলে বাড়ির অশান্তি, বিপদ সহজে কাটতে চায় না।
3/9শাস্ত্রজ্ঞরা বলছেন, যদি আপনার কোষ্ঠীতে গ্রহদোষ থাকে, তাহলে বজরংবলীর আরাধনায় তা কেটে যাবে। বাড়িতে যদি বিপদ আপদ বাড়তে থাকে, থেকে যায় কোনও বাস্তু দোষ তাহলে তা হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, ও বজরং পাঠ করলে কেটে যায়। এছাড়াও বজরংবলীর মূর্তি যদি সঠিক দিকে লাগানো হয়, তাহলে বহু গ্রহ দোষও কাটে।
4/9জেনে নেওয়া যাক, বজরংবলীর মূর্তি বাড়িতে কোন দিকে রাখলে মেলে শুভ ফল। এছাড়াও দেখে নেওয়া যাক, হনুমানজির কোন মূর্তির ছবি বাড়িতে রাখা শুভ।
5/9বাড়িতে রাখুন এই মূর্তির ছবি- বলা হয়, বাড়িতে যদি বজরংবলীর পঞ্চমুখী মূর্তির রূপের ছবি রাখা যায়, তাহলে বিপদ তো কাটবেই সঙ্গে সঙ্গে কোনও টেনশনও আসবে না। বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক ফল থেকে পাওয়া যাবে মুক্তি।
6/9বাড়িতে কোনও খারাপ প্রভাব পড়ে না এই কাজটি করলে- যদি বজরংবলীর মূর্তি বাড়িতে প্রবেশ দ্বারের মাথায় রাখা হয় তাহলে বাড়িতে কোনও ধরনের খারাপ প্রভাব পড়বে না। এছাড়াও হাতে পর্ব রয়েছে এমন বজরংবলীর ছবি বাড়ির পক্ষে খুবই ভাল। এছাড়াও শ্রী রামচন্দ্রের চরণে বসে থাকা বজরংবলীর ছবিও খুবই ভাল গৃহস্থের পক্ষে।
7/9কোনদিকে রাখবেন বজরংবলীর মূর্তি- বাড়িতে বজরংবলীর মূর্তি রাখুন দক্ষিণ দিকে। বলা হয়, এই দিকে হনুমানজির প্রভাব অনেকটাই বেশি হয়।
8/9কোথায় রাখবেন না হনুমানজির ছবি- বলা হচ্ছে, রান্নাঘরে, সিঁড়ির নিচে হনুমানজির ছবি একেবারেই রাখবেন না। এতে ঘরে খারাপ প্রভাব পড়ে।
9/9লাল রংয়ের মূর্তি- বাড়ির দক্ষিণ দিকে যদি বজরংবলির লাল রঙের বসে থাকা মূর্তির ছবি লাগান, তাহলে পেতে পারেন দারুন ফলাফল। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।