দুর্যোগ নেমে আসতে পারে বাংলায়। খোলা হল কন্ট্রোল রুম।
1/4আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বাংলায়। শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সহ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। সোমবার পর্যন্ত এই ধরনের আবহাওয়া চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিকে এই দুর্যোগের আশঙ্কায় কন্ট্রোল রুমও খোলা হচ্ছে। সেই কন্ট্রোলরুমের নম্বর 8900793504, 8900793503। (PTI)
2/4এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কাতে কার্যত কোমর বেঁধে ময়দানে নামছে রাজ্য সরকার। কোথাও যাতে বিদ্যুৎ বিভ্রাটে সমস্যা না হয় সেটা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বুধবার রাতেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়। তার জেরে শুরু হয়ে যায় লোডশেডিং। এরপর সেখানকার বাসিন্দারা একডাকে অভিষেকের নম্বরে ফোন করে তাঁদের সমস্যার কথা জানান। তারপরই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে পদক্ষেপ নেয় দফতর। (HT FILE PHOTO) (PTI)
3/4আসন্ন দুর্যোগের জেরে বাংলার বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। সেই সমস্য়া কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের তরফে জরুরী ভিত্তিতে বৈঠকের ডাক দেন বিদ্যুৎমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মেও তিনি জেলাগুলির সঙ্গে কথা বলেন। (PTI Photo/Shailendra Bhojak) (PTI)
4/4সূত্রের খবর আগামী ২৮ মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় যাতে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যা তৈরি না হয় সেটা দেখার জন্য বলা হয়েছে। কোথাও কোনও সমস্যা হলেই বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন সাধারণ মানুষ। এমনটাও জানিয়েছেন মন্ত্রী। (ANI Photo) (PTI)