তৃণমূল কংগ্রেস যে হ্যাটট্রিক করতে চলেছে, তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। ২০১৬ সালের পর আবারও সম্ভবত তৃণমূলের আসন ২০০-এর গণ্ডি ছাড়িয়ে যাবে। শুধু প্রাপ্ত ভোটের হারের নিরিখে সর্বকালীন রেকর্ডও তৈরি করল তৃণমূল। দেখে নিন তা -
1/4হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলেছিল। কিন্তু হাড্ডাহাড্ডি তো হলই না উলটে দ্বিশতরান পার করল তৃণমূল কংগ্রেস। (ছবি সৌজন্য পিটিআই)
2/4২০১৬ সালে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ২১১ আসন পেয়েছিল তৃণমূল। এবার বিজেপির প্রবল পরাক্রম সত্ত্বেও আপাতত যা ট্রেন্ড, তাতে তৃণমূল ২০৭ টি আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আছে। (ছবি সৌজন্য পিটিআই)
3/4শুধু তাই নয়, এবার তৃণমূলের ভোটের হারও অনেকটা বেড়েছে। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত ৪৮.৫ শতাংশ ভোট পেয়েছেন তৃণমূল। যা তৃণমূলের ইতিহাসে সর্বোচ্চ ভোটের হার। (ছবি সৌজন্য পিটিআই)