বুধবার পশ্চিমবঙ্গে বাড়ল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। তবে কমল 'পজিটিভিটি রেট' বা সংক্রমণের হার।
1/8স্বাস্থ্য দফতরের তরফে বুধবার যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১১,৪৪৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা আগেরদিন ছিল ১০,৪৩০। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,২৮,৯৬১-তে ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/8আক্রান্তের সংখ্যা বাড়লেও রাজ্যে কমেছে সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১৬.৯৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬৭,৪০৪। আগেরদিন ৫৩,০০০-র সামান্য বেশি নমুনা পরীক্ষা হয়েছিল। সংক্রমণের হার ছিল ১৯.৩৮ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/8সোমবারের বুলেটিন অনুযায়ী, বুধবার সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২,১৫৪ জন আক্রান্ত হয়েছেন। আগেরদিন যা ছিল ২,২০৫। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8শেষ ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১,৭৯৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮৮৮ জন, নদিয়াতে ৬৮১ জন (আগেরদিন ছিল ৬৮১), বীরভূমে ৬০৮ জন (আগেরদিন ছিল ২৯১ জন), পূর্ব বর্ধমানে ৫৫৪ জন, হুগলিতে ৫৪৫ জন, হাওড়ায় ৫১৩ জন এবং পশ্চিম বর্ধমানে ৪১৭ জন আক্রান্তের হদিশ মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/8শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্তের হদিশ মিলেছে কালিম্পঙে (২৬)। ঝাড়গ্রামে ৯১ জন জন আক্রান্তের হদিশ মিলেছে। রাজ্যের বাকি সব জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/8তারইমধ্যে রাজ্যে বেড়েছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন যে সংখ্যাটা ছিল ৩৪। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,১৯৩। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫,৪১৮ জন করোনা মুক্ত হয়েছেন। তার ফলে করোনাকে হারিয়ে দিয়েছেন মোট ১৭,৫৭,০৬৬ জন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
8/8আপাতত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫১,৭০২। একদিনে তা কমেছে ৪,০০৯। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)